#সোনারপুর: রাজ্য জুড়েই লাঠিধারী পুলিশের দাপট ৷ সেখানে অন্যরকম ছবি ফুটে উঠল সোনারপুরে। টহল দেওয়ার সময় এক মহিলার প্রসব যন্ত্রনা হওয়ায় তাঁকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে গেল পুলিশ। যাওয়ার পথে পুলিশের গাড়িতেই এক কন্যা সন্তানের জন্ম দিলেন সোনারপুরের সুভাষগ্রামের বাসিন্দা।
লকডাউন কার্যকর করার জন্য রাস্তায় ঘুরছিলেন সোনারপুর থানার আইসি সঞ্জীব চক্রবর্তী। রাস্তায় তিনি সুরেন্দ্রবাবুকে দাঁড়িয়ে থাকতে দেখে তাঁকে বাড়িতে ঢুকতে বলেন। বিশেষভাবে সক্ষম সুরেন্দ্রবাবু সোনারপুর থানার আইসিকে নিজের সমস্যার কথা বলেন। বিষয়টি জানতে পেরে নিজের গাড়িতেই জ্যোতিদেবী-কে তুলে নিয়ে আসেন সুভাষগ্রাম হাসপাতালে। সঙ্গে নিয়ে আসেন এলাকার দুই মহিলাকেও। আদতে বিহারের বাসিন্দা সুরেন্দ্র ৷ বিগত দু’বছর ধরে তাঁরা রয়েছেন সোনারপুরে। চিকিৎসকরা তার চিকিৎসা শুরু করেছেন। আপাতত ভাল আছেন মা ও মেয়ে দু’জনেই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 21 days lockdown, Sonarpur