corona virus btn
corona virus btn
Loading

জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগরে এবার পরিবেশ রক্ষার লড়াই, পাশে প্রশাসনও

জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগরে এবার পরিবেশ রক্ষার লড়াই, পাশে প্রশাসনও
  • Share this:

#কৃষ্ণনগর: মণ্ডপ, প্রতিমার লড়াই তো থাকবেই। তবে এবার কৃষ্ণনগরে অন্য লড়াই। জগদ্ধাত্রী পুজোয় শহরকে দূষণমুক্ত রাখতে একজোট হচ্ছে বিভিন্ন পুজো কমিটি। স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগের পাশে প্রশাসনও।

আর কয়েকদিন পরেই জগদ্ধাত্রী পুজো। কৃষ্ণনগর শহর জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পুজোর সময় দূষণ বাড়ার আশঙ্কায় বাসিন্দারা।

-- কৃষ্ণনগরকে প্লাস্টিক মুক্ত করতে সারা বছরই চলে প্রশাসনিক অভিযান

-- তবে পুজোর সময় কৃষ্ণনগরে প্রতিমা দর্শনে আসেন বিভিন্ন জেলার মানুষ

-- শহরে ছড়িয়ে পড়ে প্লাস্টিক, থামোর্কল, আবর্জনা

এবার পুজোর সময় দূষণ রুখতে পুজো কমিটিগুলিকে একজোট করায় চেষ্টায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রশাসনও।

কৃষ্ণনগরের বেশিরভাগ প্রতিমারই বিসর্জন হয় জলঙ্গিতে। জল দূষণ কমাতেও উদ‍্যোগী হয়েছে প্রশাসন।

First published: November 3, 2019, 12:11 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर