Supratim Das
#বীরভূম: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়ি খেয়ে অসুস্থ প্রায় ৫০ জন শিশু-সহ কয়েকজন মা ও প্রসূতি। ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদ বাজার থানা এলাকার ৬৪ নম্বর মালডিহা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। জানা গিয়েছে প্রতিদিনের মতো আজ, শনিবার সকালেও ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ি রান্না হয়, খিচুড়ি বিতরন করা প্রসূতি , মা এবং শিশুদের। পরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদেরকে গ্রামেরই এক শিশুর মা এসে খিচুড়ির মধ্যে টিকটিকি দেখান, সঙ্গে সঙ্গেই অঙ্গনওয়াড়ি কর্মীরা যাদেরকে খিচুড়ি বিতরন করেছিলেন তাদেরকে নিয়ে যান স্থানীয় বাজার প্যাটেল নগর স্বাস্থ্যকেন্দ্রে ৷ সেখানে পরীক্ষা করার পর বেশ কয়েকজন শিশুকে ছেড়ে দেওয়া হয়।
বেশ কয়েকজনকে সিউড়ির সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠনো হয়, তাদের ভর্তি করা হয় সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। প্রত্যেককে এখন অবজারভেশনে রাখা হয়েছে। অন্যদিকে খোঁজখবর নিতে গ্রামে যায় মহম্মদবাজার থানার পুলিশ ৷ স্বাস্থ্য দফতরের পক্ষ থেকেও প্রত্যেককে অযথা আতঙ্কিত হতে বারণ করা হয়েছে। কারোর কোনও সমস্যা হলে সঠিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে বলে জানানো হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে।
অন্যদিকে রান্না করার সময় কিভাবে টিকটিকি খিচুড়িতে পড়ল, তা নিয়ে খোঁজখবর নেওয়া শুরু করেছেন জেলা প্রশাসনের আধিকারিকরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICDS, Khichudi Lizard