• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • বারুইপুরে ঠান্ডা পানীয়র প্যাকেটে টিকটিকি, পানীয় খেয়ে অসুস্থ ৪ বছরের শিশু

বারুইপুরে ঠান্ডা পানীয়র প্যাকেটে টিকটিকি, পানীয় খেয়ে অসুস্থ ৪ বছরের শিশু

 প্যাকেট কাটতেই দেখা মেলে টিকটিকির! ছিল টিকটিকির ডিমও !

প্যাকেট কাটতেই দেখা মেলে টিকটিকির! ছিল টিকটিকির ডিমও !

প্যাকেট কাটতেই দেখা মেলে টিকটিকির! ছিল টিকটিকির ডিমও !

 • Share this:

  #বারুইপুর: ঠান্ডা পানীয়র প্যাকেটে টিকটিকি! পানীয় খেয়ে অসুস্থ ৪ বছরের শিশু! ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। অসুস্থ শিশু বারুইপুর হাসপাতালে চিকিৎসাধীন।

  পুলিশ সূত্রে জানা যায়, ৪ বছরের শিশুকে পানীয় কিনে দেন মা। অর্ধেক খাওয়ার পর পাইপে আটকে যায় পানীয়। প্যাকেট কাটতেই দেখা মেলে টিকটিকির! ছিল টিকটিকির ডিমও ! ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

  First published: