#মেদিনীপুর: বিশ্বকাপের উন্মাদনা শেষ হতে না হতেই পশ্চিম মেদিনীপুর ফুটছে রাজনীতির উত্তাপে। সোমবার, মেদিনীপুর শহরে কলেজ মাঠে নরেন্দ্র মোদির সভা।
১৯-এর ভোটই এখন গেরুয়া শিবিরের পাখির চোখ ৷ পঞ্চায়েত ভোটের পর কংগ্রেস, সিপিআইএমকে পিছনে ফেলে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে বিজেপি ৷ তাই বাংলা দখলের স্বপ্ন নিয়ে আরও এগোতে চাইছে বিজেপি ৷ তাই এরাজ্য নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করছে অমিত শাহ-মোদি জুটি ৷