হোম /খবর /দক্ষিণবঙ্গ /
গাছের লিচু নষ্ট হচ্ছে গাছেই! এবছর সেভাবে মিলবে না লিচু

গাছের লিচু নষ্ট হচ্ছে গাছেই! এবছর সেভাবে মিলবে না লিচু

পাইকারি বাজারে খদ্দের নেই। খুচরো বাজারে দাম তলানিতে।

  • Last Updated :
  • Share this:

#বারুইপুর: বারুইপুর মানেই ফলের রাজা। এখানকার লিচুর খ্যাতি দেশ জুড়ে। কিন্তু এবার লকডাউনে রফতানি বন্ধ। ক্ষতির মুখে লিচু চাষিরা।

বারুইরপুর বা সোনারপুর যেমন পেয়ারার জন্য বিখ্যাত। তেমনি লিচুর সুখ্যাতিও কম নয়। খোসা ছাড়িয়ে মুখে পুড়লেই হল। এই গরমে একটু বাড়তি শক্তি। লিচু চাষ করে লাভের মুখ দেখতেন কৃষকরাও। এখন একমাত্র ভরসা বারুইপুর ও সোনারপুরের স্থানীয় বাজার। কিন্তু সেখানেও ক্রেতার দেখা নেই।

পাইকারি বাজারে খদ্দের নেই। খুচরো বাজারে দাম তলানিতে। ক্ষতির জেরে গাছ থেকে লিচু পাড়াই ছেড়ে দিয়েছেন চাষিরা। গাছের লিচু নষ্ট হচ্ছে গাছেই। আর বারুইপুরের লিচুর স্বাদ হয়তো এবছর পাবেনই না অনেকে।

Published by:Pooja Basu
First published:

Tags: Litchi, Lockdown