#বর্ধমান: বামপন্থী ছাত্র যুবদের নবান্ন অভিযানে পুলিশি লাঠি চালনার প্রতিবাদে আগামিকাল, শুক্রবার, রাজ্যজুড়ে বারো ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে বামফ্রন্ট। সেই ধর্মঘট সফল করতে বাম কর্মী সমর্থকরা পথে নামবে বলে জানিয়ে দিল বামফ্রন্টের পূর্ব বর্ধমান জেলা নেতৃত্ব। বামফ্রন্টের পূর্ব বর্ধমান জেলার আহ্বায়ক অমল হালদার বলেন,ধর্মঘট সফল করতে যা যা করা প্রয়োজন তা সদর শহর বর্ধমানসহ জেলাজুড়ে করা হবে। আজকের ঘটনার প্রতিবাদে আগামীকাল পথে নামবে বামফ্রন্ট।
তিনি বলেন,বেকার ছেলেদের চাকরি চাইতে যাওয়ার পরিণাম কি তা টিভি চ্যানেল মারফত প্রত্যক্ষ করেছেন অভিভাবকরা। এই ঘটনার প্রতিবাদে আগামিকাল, শুক্রবার, রাজ্যজুড়ে বারো ঘণ্টার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের দমনপীড়নের প্রতিবাদে আগামীকাল পথে নামবে বামফ্রন্ট। জেলাজুড়ে মিছিল হবে। ধর্মঘট সফল করতে মানুষকে বোঝানো সহ যেসব কাজ আমরা করে থাকি তা করা হবে।
নির্বাচনের মুখে বামফ্রন্টের এই ধর্মঘটকে আমল দিতে নারাজ শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, বামেদের বন্ধ ডাকার কোনও নৈতিক অধিকার নেই। কারণ তারা মিছিলের নাম করে পুলিশের ওপর আক্রমণ করেছে। ইট পাটকেল ছুড়েছে। পুলিশকে লাঠিপেটা করেছে। কী হয়েছে তা নিউজ চ্যানেলের মধ্য দিয়ে রাজ্যের বাসিন্দারা প্রত্যক্ষ করেছেন। সামনে নির্বাচন, তাই বাজার গরম করে ভেসে থাকতে চাইছে তারা। বাংলার মানুষই এই বনধ ব্যর্থ করবে। এর জন্য আমাদের রাস্তায় নামতে হবে না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Left Front, South bengal news