হোম /খবর /দক্ষিণবঙ্গ /
অন্ডালে খনি এলাকায় ধস, তলিয়ে যায় পরিত্যক্ত কর্মী আবাসন, নিখোঁজ এক যুবতী

অন্ডালে খনি এলাকায় ধস, তলিয়ে যায় পরিত্যক্ত কর্মী আবাসন, নিখোঁজ এক যুবতী

অন্ডালে জামবাদ খনি এলাকায় ধস, তলিয়ে যায় পরিত্যক্ত কর্মী আবাসন

  • Last Updated :
  • Share this:

#অন্ডাল: অন্ডালে জামবাদ খনি এলাকায় ধস, তলিয়ে যায় পরিত্যক্ত কর্মী আবাসন। জানা যায়, পরিত্যক্ত ওই আবাসনেই থাকত কয়েকটি পরিবার। ধসে এক মহিলার তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে যায় দমকল ও পুলিশ।

শনিবার ভোররাতে কয়েকশো মিটার জুড়ে ধস নামে জামবাদ কয়লা খনি এলাকায়। ধসে ইসিএল–এর পাঁচটি পরিত্যক্ত বাড়ি ভেঙে পড়ে, তলিয়ে যান ৩৬ বছরের এক যুবতী। তবে ওই বাড়িগুলির বাকি পরিবারগুলির সদস্যরা নিরাপদে আছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় অন্ডাল থানার পুলিশ এবং দমকল। শনিবার সকালে ইসিএল–এর তরফে গাফিলতির অভিযোগ তুলে ধরনায় বসেন আসানসোলের মেয়র তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি।

Published by:Rukmini Mazumder
First published: