Home /News /south-bengal /
কুমার শানুর গলায় পুজোর গান, সৌজন্যে পুরুলিয়ার এই পুজো

কুমার শানুর গলায় পুজোর গান, সৌজন্যে পুরুলিয়ার এই পুজো

মণ্ডপের পাশাপাশি থিম সঙেও রয়েছে চমক। এই পুজোর থিম সং গেয়েছেন কুমার শানু।

 • Share this:

  #পুরুলিয়া: দখিন হাওয়া। এই থিমেই এবার মণ্ডপ সাজাচ্ছে পুরুলিয়ার ভামুরিয়া বাথানেশ্বর সর্বজনীন দুর্গাপুজো কমিটি। মণ্ডপের পাশাপাশি থিম সঙেও রয়েছে চমক। এই পুজোর থিম সং গেয়েছেন কুমার শানু।

  দক্ষিণ ভারতের মন্দিরই যেন উঠে এসেছে পুরুলিয়ার বাথানেশ্বরে। এই এলাকায় পাহাড়, জঙ্গল তো রয়েইছে। সঙ্গে দক্ষিণ ভারতের মন্দিরের আদলে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ। মূল মণ্ডপের মন্দিরটির সঙ্গে থাকছে আরও তিনটি ছোট মন্দির।

  সঙ্গীত শিল্পী কুমার শানুর গলায় এই পুজোর থিম সং ইতিমধ্যেই হিট। এবার দশ বছরে পড়ছে ভামূরিয়া বাথানেশ্বর সর্বজনীন দুর্গাপুজো কমিটির এই পুজো। নামিদামি পুজোকে টেক্কা দিতে রীতিমতন তৈরি। এমনটাই বলছেন পুজো উদ্যোক্তারা। উৎসবের সঙ্গে সঙ্গে বৃক্ষরোপণ থেকে জল অপচয় বন্ধের সচেতনতা প্রচারও চালাবে এই পুজো কমিটি।

  First published:

  Tags: Durga Puja 2019, ​​​Durga Puja Themes 2019​, Kumar Sanu, Puja 2019

  পরবর্তী খবর