#কুলতুলি: এলাকাবাসীর সঙ্গে মদ খেয়ে লাগাতার অসভ্যতা! শেষমেশ গ্রেফতার অভিযুক্ত! মদ্যপ অবস্থায় অভব্য আচরণের অভিযোগ ওঠে স্থানীয় বিজেপির মন্ডল সভাপতির বিরুদ্ধেই। স্থানীয় মানুষ পরে পুলিশের কাছে গেলে পুলিশের সঙ্গেও অশালীন আচরণ করা হয় বলে অভিযোগ! এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
আরও পড়ুন- দুশ্চিন্তা বাড়াচ্ছে কোভিড-১৯ সংক্রমণ, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১,৭৩৯! মৃত ২৫
ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। কুলতুলি থানা এলাকার পাচুয়াখালি ব্রিজ এলাকার ঘটনা এটি। অভিযোগ, কুলতুলি ব্লকের ৪ নম্বর মন্ডলের বিজেপি সভাপতি অমিত মন্ডল স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মদ্যপ অবস্থায় অশালীন আচরণ করছিলেন। এই ঘটনার খবর পেয়ে কুলতুলি থানার পুলিশ ঘটনাস্থলে আসে।
আরও পড়ুন- "বিরোধীরা আলোচনাও করেনি": রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মুকেই সমর্থন মায়াবতীর
পুলিশ এসে উপস্থিত হলে পুলিশের সঙ্গেও খারাপ ব্যবহার করেন বিজেপির ওই স্থানীয় নেতা। পুলিশকে একাধিকবার হুমকিও দেন অমিত মন্ডল। শনিবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আজ, রবিবার বারুইপুর আদালতে পেশ করা হবে তাঁকে।
Arpan Mondalনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal BJP