• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • জট কাটল কুলটির ওয়াগন কারখানার

জট কাটল কুলটির ওয়াগন কারখানার

গত কয়েক দিন ধরে স্থানীয়দের কাজের দাবিতে কারখানার গেটের সামনে কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি ইউ সি ধর্না-অবস্থান বিক্ষোভের জেরে অচলাবস্থা দেখা দেয় ওয়াগন উৎপাদনে।

গত কয়েক দিন ধরে স্থানীয়দের কাজের দাবিতে কারখানার গেটের সামনে কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি ইউ সি ধর্না-অবস্থান বিক্ষোভের জেরে অচলাবস্থা দেখা দেয় ওয়াগন উৎপাদনে।

গত কয়েক দিন ধরে স্থানীয়দের কাজের দাবিতে কারখানার গেটের সামনে কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি ইউ সি ধর্না-অবস্থান বিক্ষোভের জেরে অচলাবস্থা দেখা দেয় ওয়াগন উৎপাদনে।

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #হাওড়া:  জট কাটল কুলটির ওয়াগন কারখানার। গত কয়েক দিন ধরে স্থানীয়দের কাজের দাবিতে কারখানার গেটের সামনে কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি ইউ সি ধর্না-অবস্থান বিক্ষোভের জেরে অচলাবস্থা দেখা দেয় ওয়াগন উৎপাদনে।

  বিক্ষোভকারীদের বিরুদ্ধে কারখানা কর্তৃপক্ষ অভিযোগ, চলতি মাস থেকেই কুলটির এই সেল ও রেলের যৌথ উদ্যোগে নির্মিত এই ওয়াগন কারখানা থেকে উৎপাদন শুরু করার কথা থাকলেও বিক্ষোভকারীদের হুমকি , শাসানি এবং দক্ষ শ্রমিকদের কারখানায় ঢুকতে বাধা দেওয়ায় উৎপাদন প্রক্রিয়া শুরু করা যাচ্ছিল না। শেষমেশ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর সমাধান সূত্র মিলল ।

  আজ, সোমবার কারখানায় ঢোকার সময় বাধা পেতে হয়নি শ্রমিকদের। কারখানার ডিজিএম স্বপন কুমার বসু দক্ষ শ্রমিকদের সঙ্গে করেই কারখানায় প্রবেশ করেন। কারখানা কর্তৃপক্ষ আজ থেকেই পুরোদমে নেমে পড়েছে উৎপাদনের কাজে ।

  এদিকে  সোমবারই বাজারে আসতে চলেছে ষষ্ঠ দফার স্বর্ণ বন্ড প্রকল্প। এ বারের প্রকল্পে এক গ্রাম সোনার দাম ধার্য করা হয়েছে ২,৯৫৭ টাকা। যা গত সপ্তাহে ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের স্থির করা দামের তুলনায় ৫০ টাকা কম। সুদের হার ২.৫০%। আগের দফার তুলনায় ২৫ বেসিস পয়েন্ট কম। ষষ্ঠ দফার স্বর্ণ বন্ডে লগ্নি করা যাবে ২ নভেম্বর পর্যন্ত। ইস্যু বাজারে আসবে ১৭ নভেম্বর। ন্যূনতম লগ্নি করতে হবে ১ গ্রাম সোনায়। বছরে সর্বোচ্চ ৫০০ গ্রাম সোনা কেনা যাবে। টাকা দেওয়া যাবে নগদে (২০,০০০ টাকা পর্যন্ত), ডিমান্ড ড্রাফ্ট অথবা চেক মারফত বা নেট ব্যাঙ্কিংয়ের সাহায্যে।

  First published: