হোম /খবর /দক্ষিণবঙ্গ /
বাঙালির প্রিয় কোপাই নদী এতদিনে 'মুক্ত'! এই খবর মন ভাল করে দেবে

বাঙালির প্রিয় কোপাই নদী এতদিনে 'মুক্ত'! এই খবর মন ভাল করে দেবে

X
অবৈধ [object Object]

Shantiniketan: শান্তিনেকতন থেকে এল বিরাট খবর। মুক্ত কোপাই নদী।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

শান্তিনিকেতন: শান্তিনিকেতন থানার অন্তর্গত কমলাকান্তপুর গ্রাম, আর এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কোপাই নদী। সেই কোপাই নদী দখল করে এক ব্যক্তি রিসর্ট তৈরি করছিলেন।

গ্রামবাসীদের অভিযোগ ছিল, কোপাই নদী ভরাট করে রিসর্ট তৈরি করা হচ্ছে। যদি এই রিসর্ট তৈরি হয় তা হলে বর্ষার সময় গ্রামে বন্যার আশঙ্কা দেখা দিতে পারে। তার পরেই তাঁরা প্রশাসনের দ্বারস্থ হন।

আরও পড়ুন- হঠাৎই গাছ ভেঙে, বিদ্যুতের তার ছিঁড়ে ফের ঠিক করছে এনডিএমএ! মক ড্রিল দেখল উপকূলবাসী

দীর্ঘ এক বছর আগে থেকে এই অভিযোগ ছিল। প্রশাসন প্রথমেই রিসোর্ট মালিককে জমি মাপার কথা বলে। কিন্তু তিনি মাপতে রাজি হননি। এর পর আদালতের দ্বারস্থ হন গ্রামবাসীরা।

দীর্ঘ দিন ধরে এই মামলা চলার পর আদালত নির্দেশ দেয়, ওই রিসর্ট মালিক কোপাই নদীর দীর্ঘ চার একর জায়গা দখল করে নির্মাণ করছিলেন। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল তা ভেঙে দেওয়ার জন্য।

বৃহস্পতিবার সকালে প্রশাসনের পক্ষ থেকে এসে দখল মুক্ত করা হল। এদিন ওই জায়গায় উপস্থিত ছিলেন বোলপুর ব্লকের বিডিও শেখর সাই, বোলপুর বিএলআরও সঞ্জয় দাস, স্থানীয় রূপপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রণেন্দ্রনাথ সরকার।

কোর্ট অর্ডার-এর পর দখল থাকা অংশ মুক্ত হয়। এই বিষয়ে বোলপুর ব্লকের বিডিও শেখর সাঁই জানান, দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা অভিযোগ করেছিল। নদীর অংশ দখল করে তৈরি করা হচ্ছিল রিসর্ট। দীর্ঘ চার একর জায়গা দখল করে রাখা হয়েছিল। তা মুক্ত করা হয়।

আরও পড়ুন- পূর্ণ হয়েছে বাসনা, পাথরচাপুড়ির জাগ্রত দেবতার কাছে ১০০ কিমি হেঁটেও অক্লান্ত ওঁরা

শান্তিনিকেতন থানার সাহায্য নিয়ে শুরু হয় দখল মুক্তের কাজ। আগামী দিনে যদি কেউ এইভাবে বেআইনি জমি দখল করে রাখে তাও তখন মুক্ত করা হবে বলে জানিয়েছেন শেখর সাই।

কমলাকান্তপুরের গ্রামবাসীরা জানাচ্ছেন, তাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন, প্রতিবাদ করছিলেন। আগামী দিনে যেন এইভাবে কেউ কোপাই দখল করে কোনও রিসোর্ট তৈরি করতে না পারে, তার ব্যবস্থা নিক প্রশাসন। আবেদন জানাচ্ছেন গ্রামবাসীরা।

Published by:Suman Majumder
First published:

Tags: Birbhum, Shantiniketan