#দিঘা: অবশেষে মেচেদা স্টেশনের লোকাল ট্রেনে ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হওয়া মৃতের পরিচয় জানা গেল । রেল পুলিশ জানিয়েছে, মৃতের নাম হাসান আলি(৪৫)। তিনি কলকাতার বউবাজার থানার বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাসিন্দা।
মৃতের পরিবারের অভিযোগ, দিঘায় হোটেল লিজ নিতে চেয়েছিল হাসান। চারজন ব্রোকার এর মারফত কথা হয়েছিল। রাজু হালদার ও গৌতম নামে নামে দুই ব্রোকারের সঙ্গে বেশি কথা হতো। সব মিলিয়ে ২১ লক্ষ টাকার চুক্তি হয়েছিল। যার মধ্যে ১৫ লক্ষ টাকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে ও ৬ লক্ষ টাকা ২৪ তারিখ ওই হোটেল মালিক কে দেওয়ার কথা ছিল।
পরিবারের লোকজনরা একটি বিয়েবাড়িতে থাকা কালীন সেই টাকা দিতেই বেরিয়ে আসেন হাসান। পরিবারের অভিযোগ, ব্রোকারদের বাকি ৬ লক্ষ টাকা দিতে যাওয়ার পথেই নিখোঁজ হয়ে যান হাসান। ব্রোকাররাই টাকা হাতিয়ে নেওয়ার জন্য এই খুন করেছে বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পাঁশকুড়া GRP থানার পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Digha, Murder Case