#হুগলি: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে। মানুষ আপাতত স্বস্তিতে৷ দীর্ঘদিন ধরে যে বৃষ্টির অপেক্ষায় ছিল বঙ্গবাসী, সেই বৃষ্টি আপাতত ভাসিয়ে দিচ্ছে৷ হুগলি-চুঁচুড়ায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০%৷ কালবৈশাখী সম্ভাবনা রয়েছে সন্ধের পর৷ মরসুমের প্রথম কালবৈশাখী এসেছে কলকাতায়। জেলায় জেলায় ঝড়-বৃষ্টি। অবশেষে স্বস্তি পেয়েছে বঙ্গবাসী। তবে, এখানেই শেষ নয়। আপাতত কয়েকদিন ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকছে কলকাতায় সহ জেলায় জেলায়। গতকাল রাতেও হুগলি ও মেদিনীপুরে ব্যাপক ঝড়বৃষ্টি হয়৷ বেশ খানিকটা সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে একাধিক অঞ্চল৷
আরও পড়ুন : সপ্তাহব্যাপী তাণ্ডবের অবসান! আটক নকশালবাড়ির নয়া ত্রাস, স্বস্তিতে গ্রামবাসীরা
হাওয়া অফিস জানাচ্ছে, ১মে থেকে ৪ মে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। ১ মে থেকে ৩ মে ঝোড়ো হাওয়া বেশি থাকবে। ৫ মে থেকে ঝড় ও বৃষ্টি কমবে। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে, উত্তরবঙ্গে ধারাবাহিক ভাবে বৃষ্টি চলবে। বৃষ্টিতে ভাসবে কলকাতায়। রাজধানীতে ১মে থেকে ৪ মে বৃষ্টি হবে। রবিবার দমকা হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে শহরে। এ বছর শনিবার থেকে কালবৈশাখী শুরু হয়েছে। মার্চ ও এপ্রিলের গোটা মাস কালবৈশাখীর অপেক্ষা করেও লাভ হয়নি। কারণ জলীয় বাষ্প কম ছিল। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সকালে রোদ থাকলেও সন্ধ্যার পর থেকে কলকাতায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে। সঙ্গে চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আগামী ৪ মে পর্যন্ত এমনই আবহাওয়া বজায় থাকবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে।
শুধু তাই নয়, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত আর থাকছে না তাপপ্রবাহের আশঙ্কা। রবিবারও যেমন কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।
Rahi Halder
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal Weather