corona virus btn
corona virus btn
Loading

চলন্ত ট্রাকে চালকের সামনে ফনা তুলল বিষাক্ত কিং কোবরা, আতঙ্কে দৌড় লাগালেন চালক

চলন্ত ট্রাকে চালকের সামনে ফনা তুলল বিষাক্ত কিং কোবরা, আতঙ্কে দৌড় লাগালেন চালক
  • Share this:

#পুরুলিয়া : জাতীয় সড়ক দিয়ে ছুটে চলেছে ট্রাক ৷ জাতীয় সড়ক বলে ট্রাকের গতি তখন অনেকটাই বেশি ৷ অসতর্কতাতে যে কোনও সময়ই ঘটে যেতে পারে দুর্ঘটনা ৷ কিন্তু সেই মুহূর্তে এমন ঘটনা ঘটতে পারে তা হয়তো কল্পনাও করতে পারেনি কেউই ৷

পুরুলিয়া শহরের দেশবন্ধু রোডে এক ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ৷ কিন্তু ঠিক কী ঘটেছিল ? চলন্ত ট্রাকের মধ্যে হঠাৎই ফনা তোলে বিষাক্ত কিংকোবরা ৷ বাংলায় যাকে বলে শঙ্খচূড় ৷ আতঙ্কে জাতীয় সড়কের মাঝে ট্রাক থামিয়ে ট্রাক ছেড়ে নেমে পড়ে চালক খালাসি ৷ চলছে সাপের খোঁজ ৷ ঘটনায় ব্যপক যানজট। ট্রাকে সাপের খোজে ভিড় পথচারীদের। পুরুলিয়া শহরের দেশবন্ধু রোডের ঘটনা।

First published: August 4, 2019, 5:11 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर