• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • ওয়ার্ল্ড চিলড্রেন্স গেমস চ্যাম্পিয়ন ক্যানসারজয়ী মঙ্গলদীপের স্বপ্ন গ্র্যান্ডমাস্টার হওয়ার

মারণ ক্যান্সার খেয়েছে বাম কলার-বোন। তবু দমেনি মঙ্গলদীপ।

মারণ ক্যান্সার খেয়েছে বাম কলার-বোন। তবু দমেনি মঙ্গলদীপ।

মারণ ক্যান্সার খেয়েছে বাম কলার-বোন। তবু দমেনি মঙ্গলদীপ।

 • Share this:

  #কলকাতা: এভাবেও ফিরে আসা যায়। মারণ ক্যান্সার খেয়েছে বাম কলার-বোন। তবু দমেনি মঙ্গলদীপ। সব বাধা পেরিয়ে অষ্টম বিশ্ব চিলড্রেন্স গেমসে চ্যাম্পিয়ন খড়গপুরের ক্লাস সেভেনের পড়ুয়া।

  বাবা রেলের সামান্য গ্যাংম্যান। মাত্র ৫ বছর বয়সে ক্যান্সার ধরা পড়ে। ২০১০-এ বাদ যায় কলার বোন। যে বয়েসে দৌড়ে, ছুটে বেড়ানোর সময়। তখন থেকেই শয্যাশায়ী মঙ্গলদীপ। ছেলের অবস্থা দেখতে পারেননি প্রদীপবাবু। আউটডোর গেমস অসম্ভব। তাই ভর্তি করা যুব সংঘের দাবা অ্যাকাডেমিতে। নেশাটা চেপে যায়। সেখানে দু’বছর শেখা। তারপর গোর্কি সদনে ১ বছর। ২০১৩-এ পুরী। ২০১৫-এ চেন্নাইয়ে রেটিং টুর্নামেন্ট। চলতি বছরে জেলা অনূর্ধ্ব ১৩ বিভাগেও চ্যাম্পিয়ন। মুম্বইয়ে যে হাসপাতালে ছেলের চিকিৎসা করাতেন প্রদীপবাবু, তাদের মাধ্যমেই জানতে পারেন মস্কোর টুর্নামেন্টের কথা। বাকিটা ইতিহাস।

  ছেলেকে আন্তর্জাতিক দাবাড়ু বানাতে চান। কিন্তু রেলের সামান্য চাকুরের সেই সামর্থ কোথায়? চৌষট্টি খোপের জীবনযুদ্ধে ক্যান্সারকে হারিয়ে দিয়েছে মঙ্গলদীপ। স্বপ্ন এখন গ্র্যান্ডমাস্টার হওয়ার।

  First published: