#কাটোয়া: আশ্রয়, খাবার মিলেছিল। কিন্তু টান পড়েছিল পোশাকে। এক কারপড়-ই সম্বল ছিল রুজির টানে মুঙ্গের থেকে কাটোয়ায় এসে লকডউনে আটকে পড়া বিহারের একশো ষাটজন শ্রমিকের। কিন্তু একই পোশাকে দিনের পর দিন কাটানো সমস্যার। ত্রাতার ভূমিকায় কাটোয়া থানার আইসি বিকাশ দত্ত। ব্যক্তিগত উদ্যোগে সকলের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করলেন করোনা হিরো।
একটিমাত্র শাড়ি কিংবা জামা। তাই শরীরে জড়িয়েই স্নান। গায়েই শুকিয়ে যেত পোশাক। অনেকের এই একমাত্র সম্বলটুকুও ছিঁড়ে ফুটিফাটা। বিহারের ভাগলপুর, মুঙ্গের ,বাঁকা জেলার একশো ষাটজন পরিযায়ী শ্রমিকের সাহায্যে এগিয়ে আসেন কাটোয়া থানার আইসি বিকাশ দত্ত। দেশজুড়ে লকডাউন। ঘরে ফেরার পথ বন্ধ। কাটোয়ার নিয়ন্ত্রিত বাজার কমিটির ছাউনি এখন অস্থায়ী ঠিকানা। তিনদিনের খেতমজুরের কাজে অনেকেই এক কাপড়ে এসেছিলেন। লকডাউনে সমস্যা বাড়ে। সমস্যা সমাধানে এগিয়ে আসেন কাটোয়া থানার আইসি। ব্যক্তিগত উদ্যোগে, নিজের টাকা খরচ করে সকলের জন্য নতুন পোষাকের ব্যবস্থা করেন তিনি।যাঁকে নিয়ে এত কথা, সেই বিকাশ দত্ত কিন্তু প্রচার-বিমুখ। কতদিনের অনিশ্চয়তা , জানা নেই। তবু ভিনরাজ্যের আটকে পড়া শ্রমিকদের পাশে থেকে আক্ষরিক অর্থেই করোনা হিরো কাটোয়া থানার আইসি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Corona Virus Update, Coronavirus, করোনা, করোনা ভাইরাস, করোনা ভাইরাস আপডেট