#আরামবাগ: ফের ভক্তদের জন্য হুগলির পূণ্যভূমি কামারপুকুর মঠ (Kamarpukur Math Reopens) খুলে দেওয়া হল। আজ, বুধবার থেকেই খোলা হল কামারপুকুর মঠ। সকাল এবং বিকেল, দু' বেলাই ভক্তরা মঠে ঢুকতে পারবেন বলে মঠের তরফে জারি করে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷ ভক্তদের জন্য বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়সীমা৷
মঠের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ভক্তরা সকাল সাড়ে আটটা থেকে বেলা এগারোটা ও বিকাল সাড়ে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত মঠে প্রবেশ করতে পারবেন। তবে কোভিড বিধি মেনে, মাস্ক পরে মঠে প্রবেশ করতে হবে প্রত্যেককেই৷
আরও পড়ুন: কালীঘাটে মায়ের মন্দিরে যাবেন? বৃহস্পতিবার থেকে নতুন নিয়ম, জানেন তো?
তবে কামারপুকুরের কোনও গেষ্ট হাউসই খোলা থাকছে না। হবে না প্রসাদ বিতরণও। ভক্তরা দাঁড়িয়ে প্রণাম করতে পারবেন। শুয়ে প্রণাম করা যাবে না। নির্দিষ্ট নিয়ম মেনেই সবাইকে মঠে প্রবেশ করতে হবে।
আরও পড়ুন: বেলুড়মঠে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মতিথি, দেখুন ছবিতে...
উল্লেখ্য যে, কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী হতে শুরু করার পরই গ ১০ জানুয়ারি থেকে কামারপুকুর মঠ বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রায় তেইশ দিন বন্ধ থাকার পর ফের খুলে দেওয়া হল কামারপুকুর মঠ। মঠের অধ্যক্ষ স্বামী লোকত্তরানন্দজি মহারাজ বলেন, 'মঠের সিদ্ধান্ত অনুযায়ী ফের আজ অর্থাৎ ২ ফেব্রুয়ারি থেকেই আগে যে নিয়ম ছিল সেই নিয়মের বজায় রেখেই মঠ খুলে দেওয়া হচ্ছে। কামারপুকুর মঠ খোলায় স্থানীয় ব্যবসায়ীদের মুখেও কিছুটা হলে স্বস্তির হাসি ফুটে উঠেছে। কারণ ফের ভক্ত সমাগম হলে তাঁদের ব্যবসার পসারও ফের জমবে বলে আশাবাদী ওই ব্যবসায়ীরা। এক ব্যবসায়ী বলেন, 'আমরা খুশি। তবে আমাদের সবাইকেই কোভিড বিধি মেনে চলতে হবে৷'
Bapan Santraনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hooghly, Kamarpukur