Home /News /south-bengal /
Kalyan Banerjee Threat: 'বদল নয়, বদলা চাই', হুঁশিয়ারি দিলেন কল্যাণ! ধোলাই, পেটাইয়ের নিদান চুঁচুড়ার তৃণমূল বিধায়কেরও

Kalyan Banerjee Threat: 'বদল নয়, বদলা চাই', হুঁশিয়ারি দিলেন কল্যাণ! ধোলাই, পেটাইয়ের নিদান চুঁচুড়ার তৃণমূল বিধায়কেরও

বিরোধীদের হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের৷

বিরোধীদের হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের৷

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা অসিত মজুমদার অবশ্য প্রথম নয়৷ গতকালই অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর বিরোধীদের হুমকি দেন বীরভূমের ইলামবাজারের তৃণমূল নেতা দুলাল রায়৷

 • Share this:

  #সৈকত বিশ্বাস, চুঁচুড়া: নিচুতলার নেতাদের মুখে হুঁশিয়ারি শোনা যাচ্ছিল৷ এবার সরাসরি বিরোধীদের হুঙ্কার দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ একা শ্রীরামপুরের সাংসদ নন, এ দিন বিরোধীদের পেটাই, ধোলাইয়ের হুমকি দিয়েছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার৷ কয়েকদিন আগেই লাঠিপেটার অভিযোগ উঠেছিল যাঁর বিরুদ্ধে৷

  এ দিন চুঁচুড়ার সভা থেকে শ্রীরামপুরের বিধায়ক কল্যাণ মজুমদার বলেন, 'একটা ভুল মমতাদি করে ফেলেছেন৷ আমার মমতাদির ভুল ধরা উচিত নয়৷ মমতাদি বলেছিলেন বদলা নয়, বদল চাই৷ আমি বলছি বদলার বদলে বদলা, এটাই হওয়া উচিত৷ আমাকে ক্ষমা করবেন মমতাদি, এটা বলে ফেললাম৷ আপনি যে মানসিকতা নিয়ে বলেছিলেন, অন্যান্য বিরোধী দল সেই মানসিকতার নয়৷ আপনার অনেক বড় মানসিকতা৷ যেভাবে সিপিএম, কংগ্রেস, বিজেপি নোংরামো করছে, তাতে মনে হচ্ছে সেদিনই বলা উচিত ছিল বদল নয়, বদলা চাই৷'

  আরও পড়ুন: অনু্ব্রত কেন গ্রেফতার? প্রতিবাদে সোনাঝুরির হাটই বন্ধ করে দিলেন তৃণমূল নেতারা

  কম যাননি চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারও৷ ওই একই সভা থেকে তিনি রীতিমতো স্লোগান তুলে বলেন, 'মমতাদির নামে কুৎসা হলে, অভিষেকের নামে কুৎসা হলে ধোলাই হবে, পেটাই হবে৷ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ অসম্মান করলে পাল্টা দেবেন তো?' বিধায়কের সঙ্গে গলা মেলান সভায় উপস্থিত তৃণমূলের কর্মী, সমর্থকরাও৷ নেতাদের এই উস্কানিমূলক কথার জেরে কর্মীরা উত্তেজিত হতে পারেন, তা বলার অপেক্ষা রাখে না৷

  তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা অসিত মজুমদার অবশ্য প্রথম নয়৷ গতকালই অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর বিরোধীদের হুমকি দেন বীরভূমের ইলামবাজারের তৃণমূল নেতা দুলাল রায়৷ তিনি বলেন, 'এই ইলামবাজারে যদি কেউ গুড়-বাতাসা বিলি করে, তাঁর পিঠের চামড়ায় চড়াম-চড়াম করে ঢাক বাজাব৷ কথা দিয়ে রাখছি৷' বীরভূমের আরও এক তৃণমূল নেতা পীযূষ পান্ডেও বিরোধীদের মাজা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেন৷

  অনুব্রতর গ্রেফতারির পর থেকেই কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ফের পথে নেমেছে তৃণমূল৷ বিরোধীরা তৃণমূল নেতাদের দুর্নীতি নিয়ে সুর চড়াতেই পাল্টা হুঁশিয়ারি শোনা যাচ্ছে শাসক দলের নেতাদের মুখে৷

  Published by:Debamoy Ghosh
  First published:

  Tags: Anubrata Mondal, Kalyan Banerjee, TMC

  পরবর্তী খবর