কালনা : স্বামীর সঙ্গে মনোমালিন্যের সুযোগ নিয়ে মহিলাকে ধর্ষণ করল এক ওষুধ ব্যবসায়ী! এই অভিযোগ কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমানের কালনায়। শুধু ধর্ষণ করাই নয়, মারধর এমনকি অপহরণের চেষ্টার অভিযোগও উঠেছে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই দু্’ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত ওই ওষুধ ব্যবসায়ী পলাতক। তার খোঁজ চলছে।
পুলিশের কাছে নির্যাতিতা লিখিত অভিযোগে জানান, স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে তিনি বাপের বাড়ি চলে এসেছিলেন। পরে এক চিকিৎসককে দেখানোর জন্য তিনি একটি ওষুধের দোকানে যান। স্বামীর সঙ্গে মনোমালিন্য মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেন ওই ওষুধের দোকানের মালিক।
সেই প্রতিশ্রুতি তিনি রাখেননি। অভিযোগ, এক দিন তাঁকে ঘরে নিয়ে গিয়ে মুখে কাপড় চাপা দিয়ে একাধিক বার ধর্ষণ করেন ওই ব্যবসায়ী। লজ্জায় ঘটনার কথা তিনি কাউকে বলতে পারেননি।
আরও পড়ুন : নোটের পাহাড়, গয়না, ট্রাক্টর, জমি মিলিয়ে কনেকে ৩ কোটির উপহার! বিয়েবাড়ির ভাইরাল ভিডিও দেখুন
মহিলার অভিযোগ, এরপর ওই ব্যবসায়ী তিন জনকে সঙ্গে নিয়ে তাঁর বাপের বাড়িতে হাজির হন। জোর করে তাঁকে শাঁখা- পলা পরানোর চেষ্টা করেন। প্রতিবাদ করলে লোহার রড দিয়ে তাঁর মাকে আঘাত করেন। রডের আঘাতে তাঁর মায়ের কনুই ভেঙে যায়।
পুলিশকে অভিযোগকারিণী জানান, স্বামীর সঙ্গে মনোমালিন্য মিটে গেলে তিনি শ্বশুরবাড়ি ফিরে যান। সেখানেও পৌঁছে যান ওই ওষুধ ব্যবসায়ী। অভিযোগ, তাঁর স্বামীকে মারধর করে এবং তাঁকে অপহরণের চেষ্টা করেন।
আরও পড়ুন : ভাইরাল হওয়ার জন্য শেষে বিয়ে ‘সৎ বাবাকে’! তরুণীর তীব্র সমালোচনা নেটমহলে
এই হামলার ঘটনায় দু'জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কালনা থানার পুলিশ। ধৃতদের নাম তরুময় সিংহ এবং সামসুল হক।
পুলিশ জানিয়েছে, ওই ব্যবসায়ীর খোঁজ মিলছে না। মহিলার মাকে মারধরের ঘটনায় যুক্ত ছিল ধৃত দু'জন। অভিযুক্ত ব্যবসায়ীর খোঁজ পেতে এবং ঘটনা সম্পর্কে সবিস্তার জানতে ধৃতদের পুলিশের হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে। খুব তাড়াতাড়ি ওই ব্যবসায়ীর হদিশ মিলবে বলে মনে করছে পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।