#কালনা: টেট কেলেঙ্কারির সঙ্গে যুক্ত কালনার বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু। তিনি পরিবারের অনেককেই প্রাথমিকের চাকরি দিয়েছেন। বিভিন্ন নির্বাচনী জনসভায় এমনই অভিযোগ তুলে দলত্যাগী বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুর বিরুদ্ধে তোপ দাগছেন এলাকার তৃণমূল কংগ্রেস নেতারা। টেট কেলেঙ্কারির ইস্যুতে এখন সরগরম কালনা মহকুমা এলাকা।বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুর দাবি ২০১৪ সালে রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের অনেকেই প্রাথমিক শিক্ষকের চাকরি দিয়েছেন।
শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন পূর্ব বর্ধমান জেলার কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু। সেই যোগদানের পর থেকেই তাঁর বিরুদ্ধে টেট কেলেঙ্কারির তকমা জুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিশ্বজিৎ কুণ্ডু শাসক দলের বিধায়ক থেকে নিজের স্ত্রী বৌদি এবং আত্মীয়-পরিজনদের প্রাথমিক শিক্ষকের চাকরি দিয়েছেন বলে বিভিন্ন সভায় অভিযোগ তুলছেন তৃণমূল কংগ্রেস নেতারা।
পূর্বস্থলী দুই নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, বিশ্বজিৎ কুন্ডু টেট কেলেঙ্কারির নায়ক। বাষট্টি জনের চাকরি নিয়ে দলে মীরজাফরের কাজ করেছেন। এরপরেও নির্লজ্জের মত বিজেপিতে যোগ দিয়েছেন তিনি।এ ব্যাপারে সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুর বলেন, বাষট্টি জনকে চাকরি দিয়েছে। তার মধ্যে আমার স্ত্রী ও বৌদি সহ তৃণমূল কর্মীরা রয়েছেন। আমার মতই স্বপন দেবনাথ, অনুব্রত মণ্ডলরাও চাকরি দিয়েছেন। ২০১৪ সালে প্রাথমিক শিক্ষকের চাকরি পাওয়া অধিকাংশই তৃণমূল কংগ্রেসের কর্মী। তিন মাস পর ক্ষমতা থেকে সরে যেতে হবে বুঝতে পেরেই প্রণব রায়রা এখন প্রলাপ বকছেন।
Saradindu Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।