• Home
  • »
  • News
  • »
  • south-bengal
  • »
  • জমায়েত এড়াতে মসজিদে নামাজ পড়লেন একা ইমাম, মারণ ভাইরাসের মোকাবিলায় শামিল মুসলিম সমাজ

জমায়েত এড়াতে মসজিদে নামাজ পড়লেন একা ইমাম, মারণ ভাইরাসের মোকাবিলায় শামিল মুসলিম সমাজ

প্রত্যেকটি মসজিদের গেটে লাগিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি।

প্রত্যেকটি মসজিদের গেটে লাগিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি।

প্রত্যেকটি মসজিদের গেটে লাগিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি।

  • Share this:

#বীরভূমঃ বীরভূমের কোনও মসজিদেই হল না জুম্মাবারের নামাজ। তার বদলে বীরভূমের মুসলিম ধর্মালম্বীরা আজ বাড়িতেই পড়লেন জহরের নামাজ। আজ যে নামাজ হবে না, সেই মর্মে বীরভূমের প্রায় প্রত্যেকটি মসজিদের গেটে লাগিয়ে দেওয়া বিজ্ঞপ্তি লাগিয়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি মসজিদগুলো থেকে মাইকে প্রচারও  করা হয়েছে। মসজিদ কমিটিগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা ভাইরাসের এই দুর্যোগ যতদিন চলবে ততদিন এই ভাবেই নামাজ চলবে বাড়িতে।

সিউড়ীর স্থানীয় একটি মসজিদের ইমাম জানিয়েছেন, মানুষ একত্রিত হয়ে কোথাও কোনও  ধর্মীয় আচার অনুষ্ঠানে যাতে যোগ না দেয়, এই মর্মে আগেই বীরভূম জেলা প্রশাসনের নির্দেশ পৌঁছেছে বীরভূমের সমস্ত মন্দির ও মসজিদে। তারপরই  মসজিদের গেটগুলিতে ২৩ মার্চ লাগিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি। সেখানে বলে দেওয়া হয়েছে সরকারি নির্দেশ এবং কোরআন ও হাদিসের নিরিখে আপাতত মসজিদে না এসে নিজের নিজের বাড়িতে নামাজ পড়তে। সেইমতই বীরভূমের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এখন বাড়িতেই তাদের নামাজ পড়ছেন। বীরভূমের সিউড়ী  পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফরজুদ্দিন নামাজ পড়লেন নিজের বাড়িতেই। তিনি জানিয়েছেন, অদৃশ্য এক শক্তির বিরুদ্ধে মানুষের এই লড়াই,  এখানে হিন্দু মুসলিম বলে কিছু নেই সবাই এই লড়াইয়ে সামিল হয়েছেন।

Supratim Das

Published by:Shubhagata Dey
First published: