#উঃ ২৪ পরগণা: টিকাকরণ নিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে কটাক্ষ করলেন বিজেপি নেতা জেপি নাড্ডা। এদিন তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, কাটমানি, তোলাবাজির বিরুদ্ধেও টিকা দেওয়া হবে। গতকাল বুধবার করোনাটিকাকরণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন। ভোট শুরুর আগেই যাতে অধিক সংখ্যক মানুষ টিকা পান সেই বিষয়টিই চিঠিতে তুলে ধরেছেন তিনি।
চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, যেহেতু রাজ্যে নির্বাচন রয়েছে, তাই সবার আগে রাজ্যের সমস্ত সরকারি কর্মী এবং নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের অবিলম্বে টিকা দেওয়া প্রয়োজন৷ যেহেতু ভোট দিতে অসংখ্য মানুষ বুথে যাবেন, তাই তার আগে যত বেশি সংখ্যক মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন নরেন্দ্র মোদি৷
আজ এই প্রসঙ্গ টেনে এনেও মমতাকে কটাক্ষ করেছেন নাড্ডা। তিনি বলেছেন, কাল মমতাজি বলেছেন, বাংলার জনগণের জন্য টিকা লাগানোর ব্যবস্থা করতে হবে। ১ মার্চ থেকে ষাটোর্ধ্ব ব্যক্তিদের বিনামূল্যে টিকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ৪৫ বছরের বেশি বয়সের ব্যক্তিদের কো-মর্বিডিটি থাকলে বিনামূল্যে টিকা পাবেন। আরও অনেক টিকা পাবেন।
এরপরেই তির্যক ভঙ্গিতে নাড্ডা বলেন, তোলাবাজির বিরুদ্ধেও টিকা দেওয়া হবে। চালচুরির বিরুদ্ধেও টিকা লাগবে। কাটমানির বিরুদ্ধেও টিকা দেওয়া হবে। তোলাবাজি, কাটমানি, ও তোষণের বিরুদ্ধে টিকা দেবে বাংলার মানুষ।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে একটুও জমি ছাড়েননি নাড্ডা। গতকাল ডানলপ ময়দানের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছিলেন তৃণমূল নেত্রী। সেই বিষয়টিও টেনে এনে তিনি বলেন, কাল প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য যে ভাষার ব্যবহার করেছেন তিনি, তাতেই বোঝা যাচ্ছে যে তিনি বাংলার সংস্কৃতিকে তুলে ধরছেন না।