#আসানসোল: তৃণমূল ছাড়ার পরই তাঁর বিজেপি যোগ নিয়ে জল্পনা বেড়েছিল৷ কিন্তু আসানসোলের বিদায়ী মেয়র এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির দাবি, শনিবার মেদিনীপুরে অমিত শাহের সভায় তিনি বিজেপি-তে যোগদান করছেন না৷ বরং জিতেন্দ্র দাবি করেছেন, আগামী দু' দিন পরিবারের সঙ্গে কাটিয়ে ফের আইনজীবী হিসেবে নিজের পুরোন পেশাতেই ফিরে যাবেন তিনি৷
এ দিন জিতেন্দ্র তিওয়ারির নিরাপত্তাও কমিয়ে দিয়েছে রাজ্য সরকার৷ এতদিন দশজন সরকারি নিরাপত্তারক্ষী পেতেন জিতেন্দ্র৷ কিন্তু এ দিন তার মধ্যে আটজন নিরাপত্তারক্ষীকে প্রত্যাহার করে নেওয়া হয়৷ জিতেন্দ্রর দাবি, এ বিষয়ে তাঁকে কিছুই জানানো হয়নি৷ বাকি দুই নিরাপত্তারক্ষীকেও তিনি চলে যেতে বলেছেন বলে দাবি জিতেন্দ্রর৷ তিনি বলেন, 'এতদিন হয়তো আমার জীবন মূল্যবান ছিল, এখন আর নেই৷ যার কেউ নেই তাঁর ভগবান আছে৷'
বৃহস্পতিবার প্রথমে আসানসোলের পুর প্রশাসক এবং জেলা তৃণমূলের সভাপতির পদ থেকে ইস্তফা দেন জিতেন্দ্র তিওয়ারি৷ এর পর বিকেলে পাণ্ডবেশ্বরে তাঁর বিধায়ক কার্যালয় তৃণমূল দখল করে নেওয়ার পরই দল ছাড়ার সিদ্ধান্ত নেন জিতেন্দ্র৷ তিনি দল ছাড়ার পর থেকেই ধরে নেওয়া হয়, বিজেপি-তেই যাচ্ছেন জিতেন্দ্র৷ কারণ বুধবারই শুভেন্দু অধিকারীর সঙ্গেও বৈঠক করেছিলেন তিনি৷
জিতেন্দ্র অবশ্য সেই দাবি খারিজ করে দিয়েছেন৷ এ দিন সকালেই আসানসোল থেকে কলকাতায় আসার কথা জিতেন্দ্রর৷ যদিও এই সফরের পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই বলেই দাবি তাঁর৷ সদ্য প্রাক্তন এই তৃণমূল নেতার দাবি, কলকাতায় এসে নিজের মেয়ের সঙ্গে দু' দিন কাটাবেন তিনি৷ তার পর আসানসোলে ফিরে নিজের আইনজীবী হিসেবে নিজের পুরোন পেশাতেই তিনি ফিরে যাবেন বলে দাবি করেছেন জিতেন্দ্র৷
যদিও নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি জিতেন্দ্র৷ তাঁর দাবি, অরাজনৈতিক ভাবেও মানুষের পাশে থাকা যায়৷ এ দিনও জিতেন্দ্র গলায় শোনা গিয়েছে অভিমানের সুর৷ তিনি বলেন, 'দিদি আমাকে ভালবাসেন৷ কিন্তু অনেক নেতার সেটা সহ্য হচ্ছে না৷ তাঁরাই দিদিকে আগলে রাখুন, রাজ্যকে এগিয়ে নিয়ে যান৷' ক্ষুব্ধ জিতেন্দ্রর আরও প্রশ্ন, তাঁর অফিসে হামলার পরেও কেন দলনেত্রী কিছু বললেন না?
আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছিন, জিতেন্দ্র বিজেপি-তে এলে তিনি মেনে নেবেন না৷ জবাবে জিতেন্দ্র বলেন, 'উনি হয়তো কোনও কারণে আমার উপরে অখুশি৷ ভবিষ্যতে চেষ্টা করব আমার সম্পর্কে যাতে কারও এরকম ধারণা না হয়৷'
Venkateshwar Lahiri
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Asansol, BJP, Jitendra Tiwari, TMC