ধানবাদ: ঝাড়খন্ডের ধানবাদে বেসরকারি হাসপাতালে আগুন লেগে পাঁচজন মৃত্যুর ঘটনায় জড়িয়ে গেল বাংলার নাম৷ খবর মিলেছে মৃতদের মধ্যে রয়েছে গোঘাটের বাসিন্দাদের নাম। এখনও খোঁজ পাওয়া যায়নি গোঘাটের এক বাসিন্দার। খবর মিলেছে তাঁরা সরস্বতী পুজোর জোগাড়ের জন্য ওখানে গিয়েছিলেন৷
হাসপাতাল সূত্রে খবর, সেখানেই আগুন লেগে দমবন্ধ হয়ে মৃত্যু হয় চিকিৎসক বিকাশ হাজরা ও তার স্ত্রী শ্রেয়া হাজরা সহ-৫ জনের। দুই চিকিৎসক দম্পতির গ্রামের বাড়ি গোঘাটের নকুন্ডায়। কর্মসূত্রে ধানবাদেই থাকতেন তাঁরা। তাঁদের পাশাপাশি মৃতদের মধ্যে রয়েছে গোঘাটের নকুন্ডা গ্রামের আরও একজন।
আরও পড়ুন: ট্যুইট করে আত্মঘাতী প্রাক্তন বিজেপি কর্মী, ঘর থেকে উদ্ধার স্ত্রী ও দুই সন্তানের দেহও!
আরও পড়ুন: হাসপাতালে আগুন, বিষাক্ত গ্যাসে প্রাণ হারালেন চিকিৎসক দম্পতি-সহ একাধিক কর্মী!
তবে গোঘাট থেকে যাওয়া বাকি একজনের খোঁজ পাওয়া যায়নি বলে দাবি পরিবারের সদস্যদের। মৃতদের মধ্যে রয়েছে গোঘাটের নকুন্ডা গ্রামের বাসিন্দা তারা সামুই। জানা গিয়েছে, চিকিৎসকের গ্রামের বাড়ি নকুন্ডায়, সেই পরিচিতির সূত্রে ধানবাদে প্রতি বছর সরস্বতী পূজার জোগাড়ে যান গোঘাটের বেশ কয়েকজন।
এবছরেও শম্ভু চরণ সিং, বাবলু সামুই ও সুনীল মণ্ডল পুজার আগের দিন ধানবাদে যান। বাবলু গতকাল বাড়ি ফিরে যান। কিন্তু বাকিরা সেখানেই রয়ে যান। সেখানেই তারা সামুই আয়ার কাজ করতেন। তার পর গতকাল রাতে হঠাৎ আগুন লেগে। দমবন্ধ হয়ে মৃত্যু হয় তারা সামুই-সহ ৫ জনের। সুনীল মণ্ডলকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে, কিন্তু শম্ভুচরণ সিং-এর কোনও খোঁজ পাওয়া যায়নি বলে দাবি পরিবারের।দুশ্চিন্তায় পরিবারের লোকজন।
বাপন সাঁতরা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fire