হোম /খবর /দক্ষিণবঙ্গ /
এখানেও মদ লুকিয়ে রাখা যায়, ভাবলেই চক্ষু চরকগাছ, পুলিশ চালাল অভিযান

Jhargram News: এখানেও মদ লুকিয়ে রাখা যায়, ভাবলেই চক্ষু চরকগাছ, পুলিশ চালাল অভিযান

X
নদীর [object Object]

নদী ও বালির চর থেকে উদ্ধার অবৈধ চোলাই মদ, একাধিক জায়গায় অভিযান চালায় নয়াগ্রাম থানার পুলিশ ও আবগারি দফতর।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

ঝাড়গ্রাম: জেলার নয়াগ্রাম ব্লকের একাধিক জায়গার বেআইনি চোলাই ঠেকে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল নয়াগ্রাম ও খড়গপুর আবগারি দফতর যৌথ ভাবে এবং নয়াগ্রাম থানার পুলিশ।

প্রচুর পরিমাণে চোলাই মদ ও মদ তৈরির সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে সূত্র মারফত খবর পেয়ে শনিবার আবগারি দফতরের খড়গপুর সার্কেল ও নয়াগ্ৰাম সার্কেলের আইসি জয়ন্ত বসু-র নেতৃত্বে নয়াগ্রাম থানার একাধিক জায়গায় অভিযান চালায় নয়াগ্রাম থানার পুলিশ ও আবগারি দফতর।

আরও পড়ুন -  IMD Kalbaisakhi Alert|| হঠাৎ করেই ধাঁইধাঁই করে গরম, বিকেল থেকে ঘনাবে আকাশ, হু হু করে কালবৈশাখীর দাপট

এদিন অভিযান চালিয়ে নরসিংহপুর, ধুমসাই, ডুমুরিয়া, রাঙ্গামাটিয়া, বনিসোল, নিগুইতে।অভিযানে প্রায় ২৪০ লিটার চোলাই মদ এবং বেশ কয়েকটি মদ তৈরির সামগ্রী উদ্ধার করেন। পাশাপাশি এদিন সুবর্ণরেখা নদী গর্ভ থেকেও চোলাই মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

জানা গিয়েছে সুবর্ণরেখা নদীর জল তলায় চাপা দিয়ে রেখেছিল এই মদ তৈরির সরঞ্জামগুলি। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে সেই সরঞ্জাম উদ্ধার করে। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Raju Singh

Published by:Debalina Datta
First published:

Tags: Jhargram, Liquor