হোম /খবর /দক্ষিণবঙ্গ /
হাতির তাণ্ডবে অতিষ্ট গ্রামবাসীরা, আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার সকলে

Jhargram News: হাতির তাণ্ডবে অতিষ্ট গ্রামবাসীরা, আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার সকলে

X
হাতির [object Object]

Jhargram News: ঘরবাড়ি ভাঙচুর ও ফসলের ক্ষয়ক্ষতি লেগে রয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

ঝাড়গ্রাম: হাতির তাণ্ডব চলছেই ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকে। তার উপর আবারও নতুন করে ৮টি দাঁতাল ঢুকে পড়ায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। কয়েক দিন আগে সাঁকরাইল ব্লকের চুনপাড়া এলাকার হাতির আক্রমণে মৃত্যুর মতো ঘটনাও হয়েছে। পাশাপাশি ঘরবাড়ি ভাঙচুর ও ফসলের ক্ষয়ক্ষতি লেগে রয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের।

অভিযোগ, হাতির হানায় নিহত ও আহতের ঘটনা ঘটতে থাকলেও বনদফতর ও প্রশাসন নিরব রয়েছে। জানা গিয়েছে, এদিন শনিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের হাড়িভাঙ্গা এলাকায় তান্ডব চালায় একটি হাতির দলটি। এদিন সকাল আটটি হাতি হাঁড়িভাঙার রাস্তার ওপর রীতিমতো তান্ডব চালায়। রাস্তার ওপর দিয়ে ফসল মাড়িয়ে তছনছ করে হাতির দল। ঘটনার পর থেকে আতঙ্কিত রয়েছেন এলাকাবাসীরা। তাঁদের অভিযোগ, এর জেরে ক্ষয়ক্ষতি হচ্ছে চাষের জমির।

 

চলতি মাসের শুরুতে ঝাড়গ্রামের বিনপুর এক ব্লকেরলালগড় রেঞ্জের বীরকাঁড় গ্রামে বুধবার ঢুকে পড়ে প্রায় ৩৫ টি হাতির দল। ওই হাতির দলটি বীরকাঁড় গ্রামের মাঠে গিয়ে তান্ডব চালিয়ে ব্যাপক ফসলের ক্ষতি হয়।

আরও পড়ুন, বাড়বে বিপত্তি! সাজা বহাল থাকলে পরবর্তী লোকসভা নির্বাচনে রাহুলের বয়স হবে ৬৩

আরও পড়ুন, দুয়ারে সরকার নিয়ে বিকেলে উচ্চপর্যায়ের জরুরি বৈঠক মুখ্যসচিবের, বাড়ছে জল্পনা

ঘটনাস্থলে গিয়ে বন দফতরের কর্মীরা হাতির দলের গতিবিধির উপর নজরদারি শুরু করেছে। তা সত্ত্বেও ওই এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন বলে তাঁরা জানিয়েছিলেন।রাজু সিং

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Jhargram