ঝাড়গ্রাম: জাল নোট সহ পুলিশ গ্রেফতার করল এক যুবককে। খোদ ঝাড়গ্রাম জেলা সদর থেকে জাল নোট উদ্ধার এবং এক যুবক গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।ঝাড়্গ্রাম জেলা জুড়ে বাড়ছে জাল নোটের কারবার। আর এই ঘটনায় কিছুদিন আগেই কয়েক জনকে গ্রেপ্তার করেছিল ঝাড়্গ্রাম থানার পুলিশ।
তারপরও জাল নোটের কারবার চালাচ্ছে কিছু অসাধু চক্র বলে পুলিশ জানতে পেরেছে। আর সেই তৎপর হয়েছে ঝাড়গ্রাম থানার পুলিশ। আবারও একজনকে গ্রেপ্তার করে আদালতে পেশ করল ঝাড়গ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় সুভাষপল্লীর এক যুবক সুব্রত মজুমদার বেশ কয়েক দিন ধরে জাল নোট ছড়াছিলো ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায়। সেই খবর আসে ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার এর কাছে।
আরও পড়ুন: মাত্র আড়াই মাসের শিশুকে অপহরণ করে লক্ষাধিক টাকার মুক্তিপণ দাবি! তারপর যা হল
তার পরেই ঝাড়গ্রাম থানার পুলিশ তাকে নজরে রাখে এবং শেষমেশ ২০০০ টাকার ১২ টি জাল নোট সহ তাকে গ্রেপ্তার করে ঝাড়গ্রাম শহর থেকে।এর পিছনে আরও কেউ জড়িত আছে কিনা তা জানার জন্য ঝাড়গ্রাম থানার পুলিশ সুব্রত মজুমদারকে কোর্টে পেশ করে ও ৮ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে আদালতে।
আরও পড়ুন: কবিগুরু নিজে খেয়ে নামনকরণ করেছিলেন, জানেন কী এই সন্দেশের নাম!
বিচারক উভয়পক্ষের দুই উকিলের বক্তব্য শোনার পর অভিযুক্তকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ঝাড়গ্রাম থানার পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশ মনে করছে এর পিছনে হয়তো আরও বড় কোন চক্র জড়িত রয়েছে।ঝাড়গ্রামের এসডিপিও অনিন্দ্য সুন্দর ভট্টাচার্য বলেন ” জাল নোট-সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এর পিছনে কোন বড়,চক্র আছে কিনা তা নিয়ে পুলিশ তদন্ত করছে। “
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jhargram, Jhargram news