হোম /খবর /দক্ষিণবঙ্গ /
গ্রামকে বাঁচাতে গিয়ে হাতির হানায় প্রাণ হারাল বছর ২২শের এক হুলা পার্টির সদস‍্যে

Jhargram News: গ্রামকে বাঁচাতে গিয়ে হাতির হানায় প্রাণ হারাল বছর ২২শের এক হুলাপার্টির সদস‍্যে, চাঞ্চল্য এলাকায়

X
গ্রামকে [object Object]

Jhargram News: বুধবার সাতসকালে হাতির হামলায় মৃত্যু হল এক হুলা পার্টির সদস্যের। নয়াগ্রামের জঙ্গল থেকে একদল হাতি সাঁকরাইলের বালিভাষার জঙ্গলের দিকে আসছিল ধানের জমির উপর দিয়ে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

ঝাড়গ্রামঃ বুধবার সাতসকালে হাতির হামলায় মৃত্যু হল এক হুলা পার্টির সদস্যের। নয়াগ্রামের জঙ্গল থেকে একদল হাতি সাঁকরাইলের বালিভাষার জঙ্গলের দিকে আসছিল ধানের জমির উপর দিয়ে। গ্রামের মধ্যে যেন ক্ষয়ক্ষতি না হয়, মানুষের যাতে দুর্ঘটনা না ঘটে হাতির তাণ্ডবে তার জন্য হুলা পার্টির সদস্যরা হাতির দলকে  তাড়াতে গেছিল।

আরও পড়ুনঃ সরকারি অফিস থেকে টাকা, নথিপত্র চুরি! চাঞ্চল্য এলাকা জুড়ে

হাতির দল থেকে একটি হাতি বেরিয়ে এসে আচমকা পিছন থেকে হুলা পার্টির সদস্য সঞ্জীব মাহাতোকে ( বয়স ২২) পা দিয়ে পিসে দেয়। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বালিভাষা এলাকায়। সঞ্জীব মাহাতোর বাড়ি বালিভাষা এলাকায়। ঘটনাস্থলে পরিবারের লোকজন এবং গ্রামবাসীরা তাঁকে উদ্ধার করে ভাঙ্গড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবুরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। সাঁকরাইল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে এবং ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম হাসপাতালে পাঠিয়েছে।

আরও পড়ুনঃ এত বুদ্ধি! ঝাড়গ্রামের যুবক যেভাবে বিপুল টাকা হাতিয়েছেন, শুনলে ভিড়মি খাবেন নিশ্চিত

মৃতের দাদা শম্ভুনাথ মাহাতো বলেন, ‘বনদফতরের কাছে আবেদন জানাই যাতে ক্ষতিপূরণ পাওয়া যায়। জঙ্গল মহলে প্রতিদিন হাতির দৌরাত্ব‍্য বেড়ে চলেছে। বারংবার গ্রামবাসীরা হাতি সরানোর ব‍্যবস্থা নিতে গিয়ে একের পর এক  প্রাণনাশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। যেখানে হাতি সরাতে হিম শিম খেতে হচ্ছে বন কর্মীদের সে জায়গায় অধিকাংশ মানুষই হাতির পথ আটকাতে গিয়ে ক্ষয়ক্ষতি ও প্রাণনাশ সম্মুখীন হচ্ছে।

Published by:Salmali Das
First published:

Tags: Elephant, Jhargram news