#ঝাড়গ্রাম: অবশেষে ঘুম পাড়ানি গুলি 'ভাইরাল' হাতিকে। জামবনিতে ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে বাগে আনা হল ঝাড়খণ্ডের দলমার দাঁতালকে। বন দফতরের তরফে জানানো হয়, আপাতত ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে চিকিৎসা হবে হাতির।
হাতিটিকে ট্র্যাঙ্কুইলাইজড করার জন্য একটি বিশেষ দল গঠিত হয়। ছিলেন হাতি বিশেষজ্ঞ সুব্রত পাল চৌধুরী, এডিএফ ও এবং পশু চিকিৎসক চঞ্চল দত্ত ও জলদাপাড়া থেকে আসা দুই মাহুত। মঙ্গলবার বেলা ২টো থেকে শুরু হয় 'অপারেশন'। জামবনি থানার বালিবাঁধের কাছে পিচ রাস্তার ধারে হাতিটিকে ঘুম পাড়ানি গুলি ছোড়া হয়। এর পর কিছুটা হাঁটিয়ে ট্রাকে তোলা হয় দামাল দাঁতালকে, আনা হয় ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে।
বনদফতরের আধিকারিকরা জানিয়েছে, পার্কেই আপাতত চিকিৎসা হবে হাতিটির। দেখাশোনা করবে দুজন মাহুত। শারীরিক অবস্থার উন্নতি হলে সিদ্ধান্ত নেওয়া হবে, কোন জঙ্গলে পাঠানো হবে দাঁতালকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jhargram viral elephant