#ঝাড়গ্রাম: মাওবাদী আতঙ্ক নয়, এখন হাতির আতঙ্কে দিন কাটাচ্ছেন ঝাড়গ্রামের বিভিন্ন গ্রামের মানুষ। রাত তো দূর, দিনেও ঘর থেকে বেরোনোর সাহস পাচ্ছেন না অনেকে। দলমা থেকে হাতির দল এলেও এই সময় তারা আবার ফিরে যায় জঙ্গলে। কিন্তু এবারে আর জঙ্গলে নয়, গ্রামের রাস্তাতেই ঘুরছে গজপতি।
খাবার বড় বালাই। সেই খাবারের লোভেই জঙ্গল ছেড়ে ঝাড়গ্রামের রাস্তায়, গ্রামের গলিতে দেখা যাচ্ছে তাদের। খেতের পর খেত, ফলের গাছ সব উজাড় করে দিচ্ছে হাতির দল। ঝাড়গ্রাম এলাকায় হাতি যে একেবারেই চোখে পড়ত না তা নয়, কিন্তু এবারে একেবারে তিরিশ-চল্লিশটা একসঙ্গে। ফলে দিনে দুপুরে হাতির ভয়ে কাঁপছে সকলে।
বনদফতরের পরিসংখ্যান অনুযায়ী দলমার হাতিরাই ঘুরে বেড়াচ্ছে এলাকায়। তবে হাতিরাও যে খুব নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে তাও নায়। বনদফতর সূত্রে খবর, ২০১৭তে হাতির মৃত্যু হয়েছে একটি। ফসল বাঁচাতে মারমুখী হয়ে পড়েছে মানুষ। স্কুলে যেতে ভয পাচ্ছে শিশুরাও।
এলাকায় ভাল ফসল ও জলের টানে জঙ্গলে ফিরতে চাইছে না হাতির পাল। আর হাতির পালকে রাস্তায় ঘুরতে দেখে আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামের মানুষ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।