#শালবনী: গরুর দুধ মেশানো ঠাকুরের প্রসাদ খেয়ে জলাতঙ্কের আতঙ্কে ভুগছে শালবনী থানার বারমেস্যা গ্রামের মানুষজন। যদিও স্বাস্থ্য দফতর থেকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
জানা যায়, মাস দেড়েক আগে বারমেস্যা গ্রামে মনসা পূজা অনুষ্ঠিত হয়। পুজো উপলক্ষে দূর দূরান্ত থেকে ভক্ত ও গ্রামবাসীরা পুজোর প্রসাদ গ্রহণ করেন l পুজোর কয়েক দিন পর, ওই গ্রামেরই রায় পরিবারের যে গরুর দুধ দিয়ে প্রসাদ তৈরি হয়েছিল সেই গরুর জলাতঙ্কের উপসর্গ দেখা দেয় এবং ২দিনের মধ্যেই গরুটি মারা যায়। পশুচিকিৎসক গরুটির পরীক্ষা করে জানান, গরুকে কুকুর কামড়িয়েছে এবং সেই থেকেই জলাতঙ্ক হয় l এরপরই আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে l কারণ, ওই গরুর দুধ দিয়েই মনসা পুজোর প্রসাদ তৈরি করা হয়েছিল। গ্রামবাসীরা স্বাস্থ্যকেন্দ্রের পরামর্শ নেন l এখন জলাতঙ্কের আতঙ্কে কাঁপছে গোটা বারমেস্যা গ্রাম l