#পুরুলিয়া: লকডাউনের মধ্যেই পুরুলিয়ার সাহেব বাঁধে জিতা সাট উপলক্ষে পূণ্যার্থীদের উপচে পড়া ভিড়। সেপ্টেম্বরের দ্বিতীয় লকডাউনে এক ভিন্ন ছবি পুরুলিয়ার।সকাল থেকে রাস্তায় রাস্তায় ভিড়।কোথাও আবার আড্ডা।তবে সব কিছুকে ছাপিয়ে গেছে সাহেব বাঁধের জিতা সাট এর পুণ্যার্থীদের জমজমাট ভিড়। আর এখানে স্বাস্থ্য বিধি বা সামাজিক দূরত্ব কে বুড়ো আঙ্গুল, লকডাউনে সপরিবারে উৎসব কে উপভোগের ব্যতিক্রমী ছবি বলাযেতে পারে।এরই মাঝে পুলিশের আপ্রাণ চেষ্টা লক ডাউন কে সফল করার।তাই রাস্তার মোড়ে মোড়ে ধরপাকড়, লকডাউনে রাস্তায় বেরিয়ে উপযুক্ত কারণ দর্শাতে না পারলেই আটক করছে পুলিশ৷
Indrajit Mandal