#পানাগড়: দোলের দিন পানাগড় থেকে মালদহগামী ভারতীয় সেনা জওয়ানদের আসা বেশ কয়েকটি গাড়ি হঠাৎ সকালে বীরভূমের সিউড়ির হাটজন বাজারে রেলের লেবেলক্রসিং পরে যাওয়ার কারণে দাঁড়িয়ে যায়। ঠিক সেসময় এক ছোট্ট শিশু হাতে রং হাতে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল, তার ইচ্ছা হল ওই ‘কাকু’ গুলোকে রং মাখানোর। বলতেই সেনাবাহিনীর গাড়ি থেকেই আবির মেখে নিল ওই ছোট্ট শিশুর কাছে থেকে।
স্থানীয়রাও এসে তাদের কপালে আবীরের টিকা দিলেন তাদের মঙ্গল কামনায়। এক জওয়ান কোনও কিছু না ভেবেই রঙে নিজেদের রাঙাতে আবির কিনে নেন। আর তারপর.... ওই গাড়িতে থাকা অন্যান্য জওয়ানরাও আবির খেলায় মেতে ওঠেন। রেল গেট পড়ে থাকার কিছুক্ষনের মধ্যেই এত কিছু ঘটে যায়।
স্থানীয় এক বাসিন্দার কথায় - ‘‘আমরা শ্রদ্ধা জানাই এই সেনা জওয়ানদের। তাদের জীবনও কর্তব্যের মাঝে রাঙিয়ে উঠুক এটাই আমাদের আশা। স্যালুট আমাদের রক্ষার্থে থাকা সেনা জওয়ানদের, স্যালুট আমাদের ভারতবর্ষকে।’’ তবে সাধারনের সাথে দোলের দিন আবির খেলে খুশি ওই ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরাও যারা তাদের পরিবারের থেকে অনেক দূরে থেকেও একটু মজা করলেন।
Supratim Das
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।