হোম /খবর /দক্ষিণবঙ্গ /
মাওবাদীদের গুলিতে ছত্তিশগড়ে নিহত পুরুলিয়ার জওয়ান

মাওবাদীদের গুলিতে ছত্তিশগড়ে নিহত পুরুলিয়ার জওয়ান

তিনি সিআরপিএফ-এর ২০৮ কোবরা ফোর্সের কমান্ডো ছিলেন।

  • Last Updated :
  • Share this:

#পুরুলিয়া: মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ চলার সময় গুলিতে নিহত হলেন পুরুলিয়ার এক কমান্ডো জওয়ান। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে। নিহত কমান্ডোর নাম কানাই মাজি বলে জানা গিয়েছে ৷

তিনি সিআরপিএফ-এর ২০৮ কোবরা ফোর্সের কমান্ডো ছিলেন। কানাই পুরুলিয়া জেলার রঘুনাথপুরের লাছিয়া গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন পুরুলিয়ার পুলিশ সুপার এস সিলভামুরুগান। সূত্র থেকে আরও জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের সুকমা জেলায়।

বিকেল ৪টে নাগাদ কিস্তারাম থানার পালোদি গ্রামের কাছে মাওবাদীদের সঙ্গে কোবরা বাহিনীর সংঘর্ষ শুরু হয়। এই সময়ই কানাইয়ের গুলি লাগে। হেলিকপ্টারে করে রাইপুর নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। জেলা পুলিশ সুপার সিআরপিএফ-এর সূত্র উল্লেখ করে বলেন বুধবার বিকেল নাগাদ গ্রামের বাড়িতে জওয়ানের দেহ আনা হতে পারে। সেখানেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে।

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Chattisgarh, Jawan from Purulia, Maoist, Purulia