#উত্তর ২৪ পরগণা: গাঁড়াপোতা মা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে ৩৫০ কেজি ময়দার লুচি, ১৫০ টি তালের বড়া ও ২০০ কেজি ময়দার বোঁদে দিয়ে মহাসমারোহে পালিত হচ্ছে জন্মাষ্টমী l
উত্তর ২৪ পরগণা গাড়াপোতা মা সিদ্ধেশ্বরী কালী মন্দিরের জন্মাষ্টমী উপলক্ষে এলাহি আয়োজন l গোপালের ভোগ দেওয়া হবে ৩৫০ কেজি ময়দার লুচি, ১৫০ টি তালের বড়া ও ২০০ কেজি ময়দার বোঁদে দিয়ে l এলাকার প্রচুর ভক্তরা জন্মাষ্টমী উপলক্ষে মা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে রাত জাগবে শুক্রবার l এলাকার কচিকাঁচাদের নিয়ে গোপাল সাজো প্রতিযোগিতা আয়োজন হয়েছে মন্দির প্রাঙ্গণে l
জন্মাষ্টমী ঘিরে এলাকার মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো l মা সিদ্ধেশ্বরী চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক সুদর্শন পাল জানালেন ভোর থেকে শুরু হয়েছে লুচি তৈরির কাজ ৷ সাড়ে ৩৫০ কেজি ময়দার লুচি সম্পন্ন হবার পরেই এই কাজ সম্পন্ন হবে l
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Celebration, Janmashtami