West Bengal Weather Update|| আর কিছুক্ষণের মধ্যে ভাসতে চলেছে এই কয়েকটি জেলা, কোথায় হবে বৃষ্টি?
West Bengal Weather Update|| আর কিছুক্ষণের মধ্যে ভাসতে চলেছে এই কয়েকটি জেলা, কোথায় হবে বৃষ্টি?
উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। তবে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। উপরের দিকের জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। সপ্তাহান্তে বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
West Bengal Weather Update|| আগামী দু-তিন ঘণ্টার মধ্যে শুরু হবে বৃষ্টি, সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া৷
আর কিছুক্ষণের মধ্যেই ভাসতে চলেছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম৷
আগামী দু-তিন ঘণ্টার মধ্যে শুরু হবে বৃষ্টি, সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া৷
থমকে আছে মৌসুমী বায়ু। নির্ধারিত সময়ের আগেই উত্তরবঙ্গে ঢুকেছিল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। মৌসুমী বায়ু উত্তর-পূর্ব ভারতের সব রাজ্য অতিক্রম করে উত্তরবঙ্গে থমকে আছে। দক্ষিণবঙ্গে কোন সহযোগী সিস্টেম নেই। শুক্রবার থেকে সোমবার উত্তরবঙ্গেই আটকে বর্ষা। দক্ষিণবঙ্গে বর্ষার এখনো কোনো পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের।
উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ছে। আগামী তিন-চার দিন আরো বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতি শুক্রবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি।
উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি।
Published by:Rachana Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।