• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • স্বাধীনতা দিবসে, বিদ্যালয়ের অনুষ্ঠানে তোলা হল উল্টো পতাকা

স্বাধীনতা দিবসে, বিদ্যালয়ের অনুষ্ঠানে তোলা হল উল্টো পতাকা

 • Share this:

  #নয়াগ্রাম: স্বাধীনতা দিবসে উল্টো জাতীয় পতাকা উত্তোলন! তাও আবার বিদ্যালয়ের অনুষ্ঠানে! এহেন ঘটনার তীব্র নিন্দা করে বিক্ষোভ দেখাল ক্ষুব্ধ গ্রামবাসী! দাবি-- প্রধান শিক্ষক, সহ শিক্ষকদের বদলির চাই!

  ঘটনাটি ঘটেছে নয়াগ্রাম চাঁদাবিলা গ্রামের নারদা প্রাথমিক বিদ্যালয়ে। আর পাঁচটা স্কুলের মতো স্বাধীনতা দিবসের সকালে সেখানেও জাতীয় পতাকা উত্তোলন হয়, হয় দেশাত্ববোধক গান! কিন্তু গোড়াতেই যে গলদ! পতাকাটা উল্টো তোলা হল! সেখানে উপস্থিত ছিলেন তিনজন শিক্ষক, কিন্তু কারও কোনও হুঁশ নেই! দিনের শেষে পতাকা খুলে রাখার নিয়মও বোধহয় তাঁরা ভুলে গিয়েছিলেন। কাজেই, সারা রাত একইস্থানে রয়ে গেল উল্টো পতাকা ! তবে, রাতেই সেই দৃশ্য দেখতে পায় গ্রামবাসীরা। কিন্তু তখন স্কুল বন্ধ! প্রধান শিক্ষকের সঙ্গে ফোনে যোগাযোগ করাও সম্ভব হয়নি। ফলে তাঁরা কোনও পদক্ষেপ নিতে পারেন না!

  First published: