#হুগলি: সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ও ভিডিও রুখতে কড়া পদক্ষেপ করছে প্রশাসন৷ ভদ্রেশ্বরের তেলেনিপাড়ায় সংঘর্ষের ভুয়ো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া রুখতে ও শান্তি বজায় রাখতে হুগলির ১১টি থানা এলাকায় বুধবার সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা৷ এই ১১টি থানা এলাকা হল, চন্দননগর, ভদ্রেশ্বর, সিঙ্গুর, হরিপাল, তারকেশ্বর৷ অন্যদিকে, শ্রীরামপুর সাব ডিভিশনের আওতায় রয়েছে শ্রীরামপুর, রিষড়া, উত্তরপাড়া, ডানকুনি, চণ্ডীতলা ও জাঙ্গিপাড়া থানা এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ৷
জানা গিয়েছে, ভদ্রেশ্বর, চন্দননগর, চাঁপদানি এলাকায় সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। শ্রীরামপুর ও চন্দননগর মহকুমার বিস্তীর্ণ অঞ্চলে ইন্টারনেট চললেও, তা ২জি স্পিডে চলছে। ১৭ মে পর্যন্ত এই এলাকাগুলিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে জানিয়েছে প্রশাসন৷ লকডাউনের জেরে বহু মানুষ ওয়ার্ক ফ্রম হোম করছেন৷ বহু ছাত্র-ছাত্রী অনলাইনে পড়াশোনা করছে৷ ইন্টারনেট বন্ধ হওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন৷
মঙ্গলবার রাতে চন্দননগরের পুলিশ কমিশনার এবং হুগলির পুলিশ সুপার (গ্রামীণ) এর তরফে যৌথ নির্দেশিকা জারি হয়। নির্দেশিকায় বলা হয়েছে, কিছু সমাজবিরোধী ইন্টারনেটের মাধ্যমে ভুয়ো ভিডিও ও গুজব ছড়াচ্ছে। জেলায় শান্তি বজায় রাখতে ও ভুয়ো ভিডিও রুখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেবল ও ডিশটিভির পরিষেবা বন্ধের পাশাপাশি ভোডাফোন, জিও, বিএসএনএল, আইডিয়া, এয়ারটেল, টাটা টেলি সার্ভিস-সহ সমস্ত কেবল টিভির ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে সংস্থাগুলিকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।