#আসানসোল: স্কুল পড়ুয়াদের অভিনব উদ্যোগ ৷ পথেই শিক্ষা পথ শিশুদের। আসানসোলের বিএনআর মোড়ে বস্তির শিশুদের পড়াচ্ছেন স্কুল পড়ুয়ারা। দশ দিনের সামারক্যাম্পে চলছে কম্পিউটার শিক্ষা ও ছবি আঁকার ক্লাস।
গরমের ছুটি পড়লেই মা-বাবার কাছে বায়না, চলো কোথাও ঘুরে আসি...মন চায় সমুদ্রের ঢেউ গুনতে... পাহাড়ের চূড়ো দেখতে। কিন্তু, ওরা অন্যরকম। ওরা কাজ করে। কেউ জোর করে না। তবু ওরা করে মনের টানে। ওদের এখন কাজ, পড়াশোনা করা। কিন্তু, তারই ফাঁকে ওরা পড়াচ্ছে। নিজেরা যে শিক্ষার আলো পেয়েছে, তাই দিয়েই আলোকিত করছে পথ শিশুদের। ল্যাপটপ, ব্ল্যাকবোর্ড নিয়ে এখানে হাজির একদল স্কুল পড়ুয়া। দশ দিনের সামারক্যাম্পে পথশিশুদের কম্পিউটার ও ছবি আঁকা শেখাচ্ছে সায়ন,সঞ্জয় ও ঋতর্ষিরা।
আরও পড়ুন
বাচ্চাগুলোর কাছে ফুটপাথই ঘর....এই ফুটপাথে তাদের শীতে কাঁপতে হয়। বর্ষায় চোখের জলে ভিজতে হয়। আসানসোলের যিশুদের কাছে ল্যাপটপ যেন আশ্চর্য প্রদীপ। শিক্ষক চন্দ্রশেখর কুণ্ডুর উদ্যোগে শুরু হওয়া সামারক্যাম্পে সেই প্রদীপকেই যেন ছুঁয়ে দেখা। ব্ল্যাকবোর্ডে চকের আঁচড়ে অরণ্যের দিনরাত্রি।
দশ দিনের এই সামার ক্যাম্পে প্রতিদিনই নতুন নতুন মুখের আনাগোনা। ওরা 'নেই' জগতের শিশু। দুবেলা পেট ভরে খাওয়া নেই। ছাদ নেই। নেই আরও অনেক কিছু। আছে শুধু অযত্নের ছেলেবেলা। আর দুচোখে স্বপ্ন। সেই স্বপ্ন যাতে ডানা মেলতে পারে, তার জন্য দরকার শিক্ষা। আর সে কারণেই পথশিশুদের নিয়ে খোলা আকাশের নিচে চলছে ক্লাস। অস্বস্তির গরমে, আসানসোলে স্বস্তির সামারক্যাম্প।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Asansol, School Student, School Student Initiative, Summer Camp