কলকাতা: করোনা সংক্রমণের পর কবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আগের মতো কাজ করতে পারবে, সেটা এখনও স্পষ্ট নয়। তাই দীর্ঘদিন এখন পড়ুয়া, শিক্ষকদের ভরসা করতে হবে অনলাইন ক্লাসের ওপরেই। কিন্তু যদি নেটওয়ার্কিং সিস্টেম ঠিক না থাকে, তাহলে ক্লাস হবে কি করে? যথেষ্ট পরিমাণ ইন্টারনেট না পেলে, ছাত্র, শিক্ষক কারোর পক্ষেই অনলাইন ক্লাস করা সম্ভব নয়। সেই কারণেই যাতে অসুবিধায় না পড়তে হয় আইআইটি খড়গপুরে ৭৪ তম স্বাধীনতা দিবসের দিন উন্মোচিত হল একটি বিশেষ মোবাইল টাওয়ার। যাতে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকরা কোনও রকম ইন্টারনেটের ঝামেলা ছাড়াই ক্লাস নিতে পারেন, সেই জন্য এই ব্যবস্থা করেছে ইন্ডাস টাওয়ারস। এদিন এই টাওয়ারের উদ্বোধনে আইআইটি খড়গপুরের ডিরেক্টর প্রফেসর বীরেন্দ্র কুমার তিওয়ারি সহ অনেকেই উপস্থিত ছিলেন।
ইন্ডাস টাওয়ারসের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সার্কেলের সিইইও নিরজ সিং জানিয়েছেন, ‘করোনা সংকটকালে শিক্ষার মাধ্যম প্রায় সর্বত্র অনলাইন। আমরা খুশি সাধারণ মানুষের এই সংকটের সময়ে পাশে দাঁড়াতে পেরে। দীর্ঘদিন ধরে টেলিকম সংস্থাগুলির হয়ে সার্ভিস দিয়ে আসছে ইন্ডাস। আশা করা যায় আইআইটির সঙ্গে এই গাঁটছড়া দীর্ঘদিনের হবে। নতুন টাওয়ারের ফলে শিক্ষক ও ছাত্রদের মধ্যে আরও সহজে যোগাযোগ করতে পারবেন শিক্ষক ও পড়ুয়ারা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।