• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • ঘরের মেয়েরা ফাইনালেও দেখাবেন চমক, প্রার্থনায় চাকদহ থেকে পঞ্জাবের মোগা

ঘরের মেয়েরা ফাইনালেও দেখাবেন চমক, প্রার্থনায় চাকদহ থেকে পঞ্জাবের মোগা

Photo: BCCI

Photo: BCCI

দু’বছরের পুরনো জ্বালা মিটিয়ে প্রথমবার কাপ জয়ের হাতছানি।

 • Share this:

  #লন্ডন: ক্যাঙারুরা খতম। সামনে আবার ইংল্যান্ড। ১২ বছরের পুরনো জ্বালা মিটিয়ে প্রথমবার কাপ জয়ের হাতছানি। উচ্ছ্বাসে ভাসছে চাকদহ থেকে পঞ্জাবের মোগা। একদিকে হরমনপ্রীত-ঝুলনদের নিয়ে গর্ব। অন্যদিকে মিতালি-ব্রিগেডের জন্য আছড়ে পড়ছে শুভেচ্ছা।

  ডার্বিতে দাপটে ক্যাঙারু বধের পর লর্ডসের ফাইনালে ইতিহাস গড়ার হাতছানি। ঘরের মেয়েদের দাপটে গর্বে ভাসছে নদিয়ার চাকদহ থেকে পঞ্জাবের মোগা। হরমনপ্রীত কউরের খুনখারাপি ব্যাটিং টিভিতেই দেখেছে গোটা পাড়া। পঞ্জাবের মোগার বাড়িতে রাত থেকেই খুশির মেজাজ। মেয়ের কৃতিত্বে উচ্ছ্বাসের পাশেই দানা বাঁধছে নতুন স্বপ্ন।

  বয়স বেড়েছে। বলের গতি কমেছে। গোটা টুর্নামেন্টে বেশি উইকেট পাননি। কিন্তু অজিদের বিরুদ্ধে অভিজ্ঞতাতেই বাজিমাত করলেন চাকদহ এক্সপ্রেস। মোক্ষম সময়ে ২টো উইকেট তুলে নেন তিনি। বৃহস্পতিবার প্রচণ্ড টেনশনে ছিলেন ঝুলন গোস্বামীর বাড়ির লোকজন। ম্যাচ শেষে চাপমুক্তি।

  মিতালি, ঝুলন, হরমনপ্রীতদের কৃতিত্বে গর্বিত বোর্ড। প্রাক্তনদের তরফেও এসেছে আগাম শুভেচ্ছা। । ১২ বছর আগে রানার্স হতে হয়েছিল। এবার লর্ডসের বুকে ফেরাতে চান ১৯৮৩-র ২৫ জুনের বিকেল ফেরানোই মোটিভেশন মিতালি-ঝুলনদের।

  First published: