#অন্ডালঃ করোনা আতঙ্কে কাঁপছে গোতা বিশ্ব। চিকিৎসকরা বার বার বলছেন সংক্রমণ থেকে বাঁচতে বাড় বাড় ধুতে হবে হাত, মুখ। বাইরে বেরোলে হাত জীবাণুমুক্ত রাখতে স্যানিটাইজার দিতে হাত পরিষ্কার করতে হবে। স্বাভাবিকভাবেই তাই করোনা ভাইরাস সচেতনতায় বাজারে বেড়ে যায় স্যানিটাইজারের চাহিদা।
আর এই আবহেই বাজার থেকে উধাও হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়্যাশ। তারপর থেকেই রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ পড়ুয়ারা স্যানিটাইজার বানিয়ে তা সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছে। কিন্তু ট্যাট্যা চাহিদা মেটেনি। বিক্রেতাদের দাবি, চাহিদা থাকলে বাজারে অমিল স্যানিটাইজার। শহরের এক বিক্রেতার দাবি, আগামী ২১ দিন লকডাউন থাকবে। তার আগে চাহিদা আরও বাড়বে স্যানিতাইজারের। এই পরিস্থিতিতে এবার স্যানিটাইজার তৈরি করতে শুরু করল রেল। ভারতীয় রেলের যে সমস্ত প্রোডাকশন ইউনিট আছে সেখানেই এই স্যানিটাইজার তৈরি করা হচ্ছে। আপাতত অন্ডাল ডিজেল শেডে ৫০০ লিটারের এই স্যানিটাইজার তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে রেলের কর্মীরা এগুলো ব্যবহার করবেন। পাঠানো হবে রেলের হাসপাতালগুলিতেও।
ABIR GHOSAL
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: COVID-19, Indian Railway, Sanitizer