#ডোমকল: বাজ পড়ে মৃত্যু হল এক শিশু সহ দুজনের৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটল ডোমকলের নাজিরপুর এলাকায়৷ মৃত শিশুর নাম সোমা ঘোষ ও আরেকজনের নাম মিজানুর রহমান৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে বৃষ্টি উপেক্ষা করেই গবাদি পশুর জন্য ঘাস আনতে মাঠে গিয়েছিলেন মিজানুর৷ সেই সময়ই বাজ পড়ে৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়৷ দ্বিতীয় ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার রামপাড়া ভান্ডারদা গ্রামে৷
পরিবার সূত্রে জানা গিয়েছে, বোন আর দাদা বাড়ির উঠোনে খেলা করছিল৷ হঠাৎ বজ্রপাতে আহত হয় দুজনেই। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বহড়ান স্বাস্থ্য কেন্দ্রে। চিকিৎসক সোমাকে মৃত বলে ঘোষণা করেন৷ তার দাদা সৌমেন ঘোষকে রেফার করা হয় বহরমপুর মেডিক্যাল কলেজে৷
বৃহস্পতিবার বিকেল থেকেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতে দফায় দফায় বৃষ্টিপাত হয়েছে৷
PRANAB KUMAR BANERJEE
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murshidabad, Thunder Death