corona virus btn
corona virus btn
Loading

বাজ পড়ে শিশু সহ মৃত ২, দাদার সঙ্গে উঠোনে খেলছিল শিশুটি!

বাজ পড়ে শিশু সহ মৃত ২, দাদার সঙ্গে উঠোনে খেলছিল শিশুটি!
Representative Image

মৃত শিশুর নাম সোমা ঘোষ ও আরেকজনের নাম মিজানুর রহমান৷

  • Share this:

#ডোমকল: বাজ পড়ে মৃত্যু হল এক শিশু সহ দুজনের৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটল ডোমকলের নাজিরপুর এলাকায়৷ মৃত শিশুর নাম সোমা ঘোষ ও আরেকজনের নাম মিজানুর রহমান৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে বৃষ্টি উপেক্ষা করেই গবাদি পশুর জন্য ঘাস আনতে মাঠে গিয়েছিলেন মিজানুর৷ সেই সময়ই বাজ পড়ে৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়৷ দ্বিতীয় ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার রামপাড়া ভান্ডারদা গ্রামে৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, বোন আর দাদা বাড়ির উঠোনে খেলা করছিল৷ হঠাৎ বজ্রপাতে আহত হয় দুজনেই। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বহড়ান স্বাস্থ্য কেন্দ্রে। চিকিৎসক সোমাকে মৃত বলে ঘোষণা করেন৷ তার দাদা সৌমেন ঘোষকে রেফার করা হয় বহরমপুর মেডিক্যাল কলেজে৷

বৃহস্পতিবার বিকেল থেকেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতে দফায় দফায় বৃষ্টিপাত হয়েছে৷

PRANAB KUMAR BANERJEE

Published by: Arindam Gupta
First published: June 4, 2020, 9:29 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर