• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • বাড়িতে ৪০০ লিটার পেট্রোল-ডিজেল!

বাড়িতে ৪০০ লিটার পেট্রোল-ডিজেল!

সমস্যায় উলুবেড়িয়ার ফতেপুরের বাসিন্দা জয়দেব সামন্ত।

সমস্যায় উলুবেড়িয়ার ফতেপুরের বাসিন্দা জয়দেব সামন্ত।

সমস্যায় উলুবেড়িয়ার ফতেপুরের বাসিন্দা জয়দেব সামন্ত।

 • Share this:

  #উলুবেড়িয়া : চার বছর আগে পুলিশি অভিযানে বাজেয়াপ্ত চারশো লিটার পেট্রোল-ডিজেল পড়ে রয়েছে বাড়িতে। কিন্তু নিয়ে যাওয়ার কোনও গরজই নেই প্রশাসনের। উলটে মুচলেখা দিয়ে লেখানো হয়েছে বাজেয়াপ্ত জ্বালানি কিছু হলে জরিমানা দিতে হবে ২৫ হাজার টাকা। সমস্যায় উলুবেড়িয়ার ফতেপুরের বাসিন্দা জয়দেব সামন্ত।

  দুহাজার পনেরো সালে উলুবেড়িয়ার ফতেপুরে অভিযান চালায় জেলা ডিইবি ও উলুবেড়িয়া থানার পুলিশ। এলাকার এক বেআইনি তেল কারবারির কাছ থেকে উদ্ধার হয় চারশো লিটার পেট্রোল-ডিজেল। সেই তেল স্থানীয় জয়দেব সামন্তের জিম্মায় রেখে যায় পুলিশ।মুচলেকা দিয়ে লিখিয়ে নেওয়া হয় তেল কিছু হলে ২৫ হাজার টাকা জরিমানা দিতে হবে জয়দেব সামন্তকে। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন তিনি। বাড়িতে রান্নাও করতে হয় সাবধানে। যেকোনও দিন ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা।

  পুলিশ বলেছিল কিছুদিনের মধ্যেই নিয়ে যাওয়া হবে উদ্ধার হওয়া পেট্রোল-ডিজেল। কিন্তু চার বছর কাটতে চললেও কেউ নিতে আসেনি এই তেল।পুরো বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন।

  First published: