• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • পুজোয় এবার গোটা দক্ষিণবঙ্গের পুজো দেখাবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা

পুজোয় এবার গোটা দক্ষিণবঙ্গের পুজো দেখাবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা

প্রতীকী চিত্র ৷

প্রতীকী চিত্র ৷

এবছরই প্রথম দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা দক্ষিনবঙ্গের জেলা গুলিতে পুজোর সময় এই প্যাকেজ ট্যুর চালু করতে চলেছে ।

 • Share this:

  #কলকাতা: এবার পুজোয় শুধু মহানগর নয় দক্ষিনবঙ্গের সর্বত্রই পুজো দেখাবে দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা , নিয়ে যাবে পর্যটন কেন্দ্র গুলিতেও ৷ পুজোর সময় মন্ডপে মন্ডপে কার না ঘুরে বেড়াতে ইচ্ছে করে ? কারই বা না ইচ্ছে হয় পুজোর সময় দূরে কোথাও প্রকৃতির কোলে কয়েক ঘন্টা ঢুঁ মারতে ? এতকাল দক্ষিন বঙ্গের জেলা গুলির মানুষের সেই সখ সাধ পূরণের একমাত্র ভরসা ছিল ভাঁড়া করা গাড়ি । সাধ ও সাধ্যের মধ্যে বিস্তর ফারাক থাকায় অনেকেরই সেই সাধ পুরন হত না । তবে এবার সাধারন মানুষের সেই সাধ পূরণে এগিয়ে এসেছে দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা । মহানগরের বুকে পুজোর মন্ডপে মন্ডপে ঘুরে বেড়ানোর সরকারি বাসের প্যাকেজ ট্যুর চালু রয়েছে বহুদিন আগে থেকেই । কিন্তু জেলাগুলির মানুষ এতদিন সে স্বাদ পাননি । এবছরই প্রথম দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা দক্ষিনবঙ্গের জেলা গুলিতে পুজোর সময় এই প্যাকেজ ট্যুর চালু করতে চলেছে । দক্ষিনবঙ্গের আসানসোল , দুর্গাপুর , বর্ধমান ছাড়াও বাঁকুড়া , পুরুলিয়া ও আরামবাগের মতো ডিপোগুলি থেকে এই প্যাকেজ ট্যুরের বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকারি ওই পরিবহন সংস্থা । পুজো স্পেশাল সেই বাস বিভিন্ন শহর ঘুরে ঘুরে যাত্রীদের পুজো দেখাবে । সময় মতো মিলবে জল , টিফিন ও খাবারও । এর জন্য নির্দিষ্ট অঙ্কের টাকা গুনতে হবে যাত্রীকে । করতে হবে অগ্রিম বুকিং ও । ষষ্ঠী থেকে এই নতুন সার্ভিস চালু করছে পরিবহন সংস্থাটি । দশমীর দিন শহরের মানুষকে বিসর্জন দেখানোর জন্য সংস্থার বিশেষ বাসে থাকছে বিসর্জন প্যাকেজ । এছাড়াও পুজোর ছুটিতে দু একদিন মন চাইলে সরকারি বাসের বিশেষ প্যাকেজ নিয়ে আপনি ঘুরেও আসতে পারেন দীঘা , মুকুটমনিপুর , শুশুনিয়া বা অযোধ্যা পাহাড়ে । আর এসব কিছুর জন্য আপনার ভাঁড়া পড়বে জনপ্রতি তিনশো থেকে সাড়ে চারশো টাকা । অগ্রিম বুকিং করতে হলে আপনাকে যেতে হবে নিকটবর্তী দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোতে । সরকারি পরিবহন সংস্থার এই উদ্যোগ নিশ্চিত ভাবেই দক্ষিনবঙ্গের সাধারন মানুষের সখ সাধ পূরন করবে বলে আশাবাদী সকলেই ।

  First published: