Home /News /south-bengal /
দীঘার সমুদ্র সৈকতে উদ্ধার সদ্যোজাত

দীঘার সমুদ্র সৈকতে উদ্ধার সদ্যোজাত

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ওল্ড দীঘার বিশ্ব বাংলা বাংলোতে এক সদ্যজাত শিশুকে তোয়ালেতে জড়িয়ে ফেলে গিয়েছে কেউ বা কারা। ভরদুপুরে এমন ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত নগরীতে

 • Last Updated :
 • Share this:

  #দীঘা: ওল্ড দীঘার বিশ্ব বাংলা বাংলোতে এক সদ্যোজাত শিশুকে তোয়ালেতে জড়িয়ে ফেলে গিয়েছে কেউ বা কারা। ভরদুপুরে এমন ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত নগরীতে। রবিবার দুপুর ১.১৫ নাগাদ ওই শিশুর কান্নার আওয়াজ শুনতে পান স্থানীয়রা।

  আরও পড়ুন : লালুর ছেলের বিয়েতে বিশৃঙ্খলা : হল খাবার লুঠ, প্লেট ভাঙচুর

  সেই সময়েই সবার নজরে আসে সদ্যোজাত ফুটফুটে শিশুপুত্রটি। খবর পেয়ে দীঘা থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। রবিবার ছুটির দিনে দীঘায় সমুদ্রে পর্যটকের ভিড় রয়েছে। পর্যটকদের কোলাহলের মাঝে এক বাচ্চার কান্না শুনতে পায় পথচলতি পর্যটক। বাচ্চার কান্নার শব্দ শুনতে পেয়ে কাছে গিয়ে দেখে একটি তোয়ালেতে সদ্যজাত একটি শিশুপুত্র পড়ে রয়েছে।

  পর্যটকরাই পুলিশকে খবর দেয়। পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। রৌদ্রের মধ্যে পড়ে থাকায় শিশুটি অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসকরা, চিকিৎসা শুরু করেছেন। কে বা কারা শিশুটিকে এই ভাবে ফেলে পালিয়েছেন ? তা খতিয়ে দেখছে পুলিশ। শিশুটির পিতৃপরিচয় জানার জন্য তদন্ত শুরু হয়েছে।

  আরও পড়ুন : ৪৮ ঘণ্টার ব্যবধানে ফের খুন ট্যাংরায়

  First published:

  Tags: Baby Boy, Digha, Found, West Midnapur