• Home
  • »
  • News
  • »
  • south-bengal
  • »
  • Nandigram: ভয়ঙ্কর ট্রলার ডুবি নন্দীগ্রামে! মৃত ১, আরও প্রাণহানির আশঙ্কা

Nandigram: ভয়ঙ্কর ট্রলার ডুবি নন্দীগ্রামে! মৃত ১, আরও প্রাণহানির আশঙ্কা

এই সেই ট্রলার

এই সেই ট্রলার

Nandigram: মাছ ধরার জন্য মোট ১৪ জন মৎস্যজীবী ট্রলারে ছিলেন। খাওয়া দাওয়ার জন্য রাতে নোঙর করা হচ্ছিল ট্রলারটি। তখনই দুর্ঘটনা ঘটে।

  • Share this:

#নন্দীগ্রাম: ভয়ঙ্কর ট্রলার ডুবি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। জানা গিয়েছে, শনিবার রাতে নন্দীগ্রামের কেন্দামারি-জালপাইয়ের গঙ্গামেলার ঘাটে মাছ ধরার ট্রলার উল্টে মৃত্যু হয়েছে একজনের। নিখোঁজ এখনও ৩। মৃতের নাম প্রদীপ মান্না। তাঁর বাড়ি কাঁথির মশাগাঁ গ্রামে। গতকাল রাত ১১টা নাগাদ হলদি নদীর ওই ঘাটে ট্রলার নোঙর করার সময় ঘটনাটি ঘটে। মাছ ধরার জন্য মোট ১৪ জন মৎস্যজীবী ট্রলারে ছিলেন। খাওয়া দাওয়ার জন্য রাতে নোঙর করা হচ্ছিল ট্রলারটি। তখনই দুর্ঘটনা ঘটে।

সকালে ডেপুটি ম্যাজিস্ট্রেট কিশোর বিশ্বাস, বিডিও সুমিতা সেনগুপ্ত সহ নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজ চালানো হচ্ছে। উদ্ধারকাজের জন্য হলদিয়া উপকূল রক্ষী বাহিনী এবং এনডিআরএফ টিমের সঙ্গে যোগাযোগ করেছে জেলা প্রশাসন। ইতিমধ্যেই ৯ জনকে জীবন্ত উদ্ধার করা সম্ভব হলেও তিন জনের এখনও খোঁজ মেলেনি। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রবিবার সকাল থেকেই ফের বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিন জনের এখনও খোঁজ মেলেনি। এখনও তাঁদের সন্ধান না মেলায় বাড়ছে মৃত্যুর আশঙ্কাও। মৃত প্রদীপ মান্নার পরিবারকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Published by:Suman Biswas
First published: