#হাড়োয়া: পণের দাবিতে অন্তঃসত্ত্বা গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামী, শ্বশুর- শাশুড়ির বিরুদ্ধে৷ ঘটনায় চাঞ্চল্য হাড়োয়া থানার সালিপুর গ্রাম পঞ্চায়েতের তালবেড়িয়া এলাকায়।
আরও পড়ুন: অগ্নিপথে বাড়ল বয়সের ঊর্ধ্বসীমা, চার বছর 'চাকরির' পর কী কী সুবিধে?
একবিংশ শতকেও পণপ্রথার নৃশংসতা৷ স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, হাড়োয়া থানার মাখলা গ্রামের বছর ২১ সাবানা খাতুনের সঙ্গে তালবেড়িয়া গ্রামের বাসিন্দা ২৩ বছরের সান্টু মোল্লা সঙ্গে বিয়ে হয় আনুমানিক প্রায় এক বছর আগে। অভিযোগ, বিয়ের সময় দাবি মতো পণ দেওয়ার পর আরও পণের দাবিতে নানাভাবে অত্যাচার করা হতো বধূর উপর। বধূর বাপের বাড়িতে আজ সকালে খবর যায় তাঁদের মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে৷ বাপের বাড়ির লোকজন হাড়োয়া থানার পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ দায়ের করেছেন হাড়োয়া থানায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তরা পলাতক।
জিয়াউল আলমনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।