#ভাঙড় : স্বামীর চাহিদা মত টাকা না দিতে পারায় স্ত্রীকে গলায় দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ভাঙড়ের পদ্মপুকুরের। অভিযুক্তের নাম রবিউল মোল্লা।
নিহত মেয়েটির পরিবার সূত্রে জানা গেছে বছর দুয়েক আগে দক্ষিন ২৪ পরগনার ঘুটিয়া শরিফের বছর ২১ এর রজিনা খাতুনের সঙ্গে ভাঙড়ের রবিউলের বিয়ে হয়। বিয়ের পর থেকে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য বারবার চাপ দিত রবিউল ৷
আরও পড়ুন - চার মাসের শিশুকন্যাকে আছড়ে মারল বাবা, অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ
মৃত পরিবারের দাবি বারবার টাকা দিয়েও রবিউলের চাহিদা কমেনি, তাই এদিন টাকা দিতে অস্বীকার করায় রোজিনা কে মেরে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছে ৷ মৃত মহিলার পরিবার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ।
আরও দেখুন